গ্রুপ পর্ব থেকেই বাংলাদেশের বিদায়
সেমিফাইনালেই উঠতে পারল না স্বাগতিক বাংলাদেশ। অলিম্পিকের মধ্য এশিয়া অঞ্চলের বাছাই পর্বের ভলিবল প্রতিযোগিতায় নেপালের কাছে ৩-২ সেটে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তারা।
মঙ্গলবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত চার সেটে ২-২-এ সমতা থাকে। পরে পঞ্চম সেটে ১৫-১১ পয়েন্টে নেপালের কাছে হেরে যায় বাংলাদেশ।
প্রতিযোগিতার গ্রুপ পর্বের তিন ম্যাচের দুটিতেই হেরে শেষ চারে উঠতে ব্যর্থ হয় বাংলাদেশ। প্রথম ম্যাচে মালদ্বীপের সঙ্গে ৩-১ সেটে জিতে এবং দ্বিতীয় ম্যাচে কিরগিজস্তানের কাছে একই ব্যবধানে হেরে যায় স্বাগতিকরা। এবার তৃতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ।
আসরের সেমিফাইনালে উঠেছে ‘এ’ গ্রুপ থেকে তুর্কমেনিস্তান ও আফগানিস্তান এবং ‘বি’ গ্রুপ থেকে মালদ্বীপ ও নেপাল। বুধবার ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে তুর্কমেনিস্তান ও নেপাল এবং আফগানিস্তান ও মালদ্বীপ।