রুনির দিকেও হাত বাড়াচ্ছে চীন
ইউরোপিয়ান ফুটবলের সমকক্ষ হয়ে ওঠার জন্য উঠেপড়ে লেগেছে চীন। মোটা অঙ্কের টাকা খরচ করে দলে ভেড়াচ্ছে তারকা ফুটবলারদের। গত কয়েক দিনের মধ্যেই চীনের ক্লাবে গিয়ে খেলার ব্যাপারে চুক্তি করেছেন আর্জেন্টিনা ও ব্রাজিলের দুই তারকা ফুটবলার কার্লোস তেভেজ ও অস্কার। এবার ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ওয়েন রুনির দিকেও হাত বাড়িয়েছে চীনের ক্লাব গুয়াংজু এভারগ্রান্ডে।
২০০৪ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন রুনি। এক যুগ এখানে কাটিয়ে দারুণ এক রেকর্ডের সামনেও দাঁড়িয়ে গেছেন ইংল্যান্ডের অন্যতম সেরা এই ফরোয়ার্ড। আর মাত্র দুটি গোল করতে পারলেই তিনি ছাড়িয়ে যেতে পারবেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার স্যার ববি চার্লটনকে। হয়ে যাবেন ম্যানইউর সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। যেটা বিগত ৪৩ বছর ধরে আছে চার্লটনের দখলে।
সাম্প্রতিক সময়ে অবশ্য ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম একাদশে জায়গা করে নিতে একটু কষ্টই করতে হচ্ছে রুনিকে। অনেক সময়ই তিনি থেকে যাচ্ছেন সুইডিশ তারকা জ্ল্বাতান ইব্রাহিমোভিচের ছায়া হয়ে। সেই সুযোগেই হয়তো তাঁকে পাওয়ার জন্য চোখধাঁধানো প্রস্তাব নিয়ে হাজির হয়েছে চীনের সবচেয়ে ধনী ক্লাব গুয়াংজু এভারগ্রান্ডে। সত্যিই এখানে যোগ দিলে বেতন হিসেবে প্রতি সপ্তাহে রুনি পাবেন সাত লাখ পাউন্ড। ম্যানইউয়ে রুনি এখন পাচ্ছেন প্রতি সপ্তাহে তিন লাখ পাউন্ড।
গত গ্রীষ্মেও রুনিকে দলে ভেড়ানোর চেষ্টা চালিয়েছিল চীনের আরেক শীর্ষ ক্লাব বেইজিং গুয়োন। কিন্তু তাদের সেই প্রচেষ্টা সফল হয়নি। এবার গুয়াংজু এভারগ্রেন্ডে রুনিকে দলে ভেড়াতে পারবে কি না, সেটাই দেখার বিষয়।