ইউরোপা লিগে সেভিয়ার অনন্য অর্জন
ইউরোপের দ্বিতীয়-সেরা ক্লাব টুর্নামেন্ট ইউরোপা লিগের আগে নাম ছিল উয়েফা কাপ। পাঁচ বছর আগে ফরম্যাট ও নাম পরিবর্তন করে যাত্রা শুরু করেছিল ইউরোপা লিগ। এ প্রতিযোগিতায় এখন সেভিয়া সফলতম দল। বুধবার রাতে ইউক্রেনের ক্লাব নিপ্রো নিপ্রোপেত্রভস্ককে ৩-২ গোলে হারিয়ে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে সেভিয়া।
এত দিন তিনটি করে শিরোপা নিয়ে সেভিয়ার পাশে ছিল জুভেন্টাস, ইন্টার মিলান ও লিভারপুল। এবার তুলনায় অনেক বিখ্যাত তিন ক্লাবকে পেছনে ফেলে স্পেনের সেভিয়া ইউরোপা লিগের সর্বোচ্চ শিখরে।
পোল্যান্ডের রাজধানী ওয়ারশর স্তাদিয়ন নারোদোভেতে সেভিয়ার জয়ের নায়ক কার্লোস বাক্কা। বিজয়ীদের তিন গোলের দুটোই এই কলম্বিয়ান স্ট্রাইকারের।
ইউক্রেনের প্রথম ক্লাব হিসেবে কোনো ইউরোপীয় টুর্নামেন্টের ফাইনালে ওঠা নিপ্রোকে সপ্তম মিনিটে এগিয়ে দেন নিকোলা কালিনিচ। তবে জেগোর্জ ক্রিকোভিয়াক ও বাক্কার লক্ষ্যভেদে প্রথমার্ধেই এগিয়ে যায় সেভিয়া।
তবে অগ্রগামিতা নিয়ে বিরতিতে যেতে পারেনি তারা। বিরতির ঠিক আগে রুস্লান রোতানের দারুণ ফ্রিকিক আবার সমতা নিয়ে আসে ম্যাচে। ৭৩ মিনিটে বাক্কার দ্বিতীয় গোল নির্ধারণ করে দেয় ম্যাচের ভাগ্য।
গত ১০ বছরে চতুর্থ শিরোপাজয়ী সেভিয়া আরেকটি পুরস্কারও পেয়েছে। ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগের চূড়ান্ত পর্বে সরাসরি খেলতে পারবে তারা।