নৌবাহিনীতে এমিলি-মামুনুল
সার্ভিসেস দলগুলো ফুটবল খেললেও এসব দলে তারকা ফুটবলারদের যোগ দেওয়ার ঘটনা নেই-ই বলা যায়। তবে বিরল ঘটনার জন্ম দিয়ে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিয়েছেন জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলাম ও দেশের অন্যতম সেরা স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি।
শুধু এ দুজন নন, নৌবাহিনীতে নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন জাতীয় দলের ফরোয়ার্ড জাহিদ হোসেন, মিডফিল্ডার শাকিল আহমেদ, ডিফেন্ডার রায়হান হাসান এবং গোলরক্ষক শহীদুল আলম সোহেলও। নৌবাহিনীতে মামুনুল ও এমিলির পদ চিফ পেটি অফিসার। বাকি চারজন পেটি অফিসার।
তবে নৌবাহিনীতে যোগ দিলেও ক্লাব আর জাতীয় দলের দায়িত্ব সম্পর্কে সম্পূর্ণ সচেতন ফুটবলাররা। এ ব্যাপারে এমিলির বক্তব্য, ‘আমরা খেলোয়াড় কোটায় নৌবাহিনীতে যোগ দিয়েছি। ক্লাব ও জাতীয় দলে দায়িত্ব পালনের পর আমরা নৌবাহিনীর হয়ে খেলতে পারব।’
এর আগে জাতীয় হকি দলের অধিনায়ক মামুনুর রহমান চয়নও নৌবাহিনীতে নাম লিখিয়েছিলেন। কাবাডি-সাঁতার-অ্যাথলেটিকস-ভলিবলসহ বিভিন্ন খেলায় জাতীয় দলের খেলোয়াড়দের সার্ভিসেস দলে অংশগ্রহণ তো নিয়মিত ঘটনা। তবে জাতীয় দলের ফুটবলারদের এ ধরনের সংস্থায় চাকরি নেওয়া এটাই প্রথম।
নৌবাহিনীর হয়ে আন্তঃবাহিনীসহ সব টুর্নামেন্টে অংশ নেবেন এই ছয় ফুটবলার। এই সংস্থার সঙ্গে অনুশীলনও করবেন তাঁরা।