সাফ নারী ফুটবল
আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
সাফ নারী ফুটবলে বাংলাদেশের সূচনাটা দারুণ হয়েছে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়েই সেমিফাইনালে পৌঁছে গেছে তারা। এই ম্যাচে সাবিনারা জিতেছে ৬-০ গোলের বিশাল ব্যবধানে।
বৃহস্পতিবার ভারতের শিলিগুড়ির কাঞ্চনজঙ্গা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক সাবিনা খাতুন। তিনি একাই করেন পাঁচ গোল।
ম্যাচের ৬, ১৫, ৪০, ৪৪ ও ৪৮ মিনিটে সাবিনা দলের পক্ষে প্রথম পাঁচটি গোল করেন। ৮২ মিনিটে অন্য গোলটি কারেন স্বপ্না।
এরআগে 'বি' গ্রুপের প্রথম ম্যাচে স্বাগতিক ভারত আফগানিস্তানকে ৫-১ গোলে হারিয়েছিল। তাই তিন দলের গ্রুপ থেকে বাংলাদেশ ও ভারত শেষচারে খেলা নিশ্চিত করে।
শনিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।