১০ জন নিয়েও জিতল ম্যানসিটি
বার্নলিকে ২-১ গোলে হারিয়ে লিগ টেবিলে নিজেদের জায়গাটা আরো শক্ত করল ম্যানচেস্টার সিটি। তবে কেবল এতটুকু বললে সিটির জয়টাকে খানিকটা অবজ্ঞাই করা হবে। কারণ, ইতিহাদে প্রায় এক ঘণ্টা ১০ জন নিয়ে খেলেও বার্নলির ওপর ছড়ি ঘুরিয়েছে পেপ গার্দিওলার দল। তবে সিটির সামনে বার্নলি গোলরক্ষক টম হেটন বাধার প্রাচীর না হয়ে দাঁড়ালে জয়টা আরো বড় ব্যবধানে পেতে পারতেন আগুয়েরো-তোরেরা।
গত ম্যাচে লিভারপুলের কাছে হেরে বসা ম্যানসিটি প্রথম থেকেই চেপে ধরে বার্নলিকে। ম্যাচের প্রথমার্ধে কমপক্ষে চারটি গোল পেতে পারত সিটি। তবে প্রতিবারই স্টার্লিং-ব্রুইনদের সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়ে যান টম। মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে ৩২তম মিনিটে লাল কার্ড দেখেন ফার্নান্দিনহো। ১০ জনের দলে পরিণত হয়েও দমে যায়নি সিটি। বিরতির পর এসে প্রথম গোলের দেখা পায় গার্দিওলার দল। ৫৮তম মিনিটে ফরাসি ডিফেন্ডার গায়েল ক্লিসির গোলে এগিয়ে যায় সিটি। ডি বক্সের বাইরে থেকে নেওয়া ক্লিসির আপাত নিরীহ বলটা ঠেকাতে পারেননি টম।
৬২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আগুয়েরো। নিজেদের প্রান্ত থেকে প্রায় একক প্রচেষ্টায় বার্নলির মাঝমাঠে ঢুকে পড়েন ডি ব্রুইন। রহিম স্টালিংয়ের দিকে দারুণ এক পাশ দেন এই বেলজিয়ান মিডফিল্ডার। টম হেটনের বাধায় স্টার্লিং খুব সুবিধা করতে পারেননি, তবে সুয়ারেজের দারুণ শট আর ঠেকাতে পারেননি এই গোলরক্ষক। ৭০তম মিনিটে বার্নলির হয়ে গোল শোধ করেন বিন মি।
এই জয়ে ২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এসেছে সিটি। সিটির চেয়ে দুই পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে লিভারপুল। আর ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি।