চতুর্থ রাউন্ডে ফেদেরার-শারাপোভা
ফ্রেঞ্চ ওপেনে জয়যাত্রা অব্যাহত আছে রজার ফেদেরার ও মারিয়া শারাপোভার। ছেলে ও মেয়েদের একক থেকে দুজনেই পৌঁছে গেছেন চতুর্থ রাউন্ডে। সামনে আছে কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াই।
এবারের ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় ম্যাচে সহজ প্রতিপক্ষের বিপক্ষে লড়েছেন ফেদেরার। বসনিয়ার দামির জুমহুরকে হারাতে খুব বেশি ঘামও ঝড়াতে হয়নি সুইস তারকাকে। সরাসরি সেটে পেয়েছেন ৬-৪, ৬-৩, ৬-২ গেমের জয়। অন্যদিকে মেয়েদের এককে শক্ত পরীক্ষার মুখে পড়তে হয়েছে মারিয়া শারাপোভাকে। রাশিয়ার লাস্যময়ী তারকা অবশ্য সেই পরীক্ষা উৎরে গেছেন দারুণভাবে। অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসুরের বিপক্ষে পেয়েছেন ৬-৩, ৬-৪ গেমের জয়।
শেষ ষোলোর ম্যাচে ফেদেরারের পরবর্তী প্রতিপক্ষ ফ্রান্সের গেইল মনফিলস। আর শারাপোভাকে লড়তে হবে চেক প্রজাতন্তের লুসি সাফারোভার বিপক্ষে।
ফ্রেঞ্চ ওপেনে শনিবার কোর্টে নামবেন রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ, অ্যান্ডি মারে, সেরেনা উইলিয়ামস ও ভিক্টোরিয়া আজারেঙ্কা।