মেসিতেই রক্ষা পেল বার্সেলোনা
অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে বছরটা শুরু করেছিল বার্সেলোনা। সে ধারাবাহিকতা যেন রোববার দিবাগত রাতেও ছিল। লা লিগার এই ম্যাচে ভিয়ারিয়ালের সঙ্গে কোনোমতে ১-১ গোলে ড্র করেছে তারা। দলটির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির সাফল্যে শেষমুহূর্তে হার এড়াতে পেরেছে তারা।
বার্সেলোনাকে বহুবারই হার থেকে রক্ষা করেছেন মেসি। এনে দিয়েছেন বড় বড় অনেক সাফল্য। দলের প্রয়োজনে আরো একবার তিনি রুখে দাঁড়িয়েছেন।
এই ড্রয়ের ফলে লা লিগার পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে নেমে গেছে কাতালানরা। ১৭ ম্যাচে তাদের সংগ্রহ এখন ৩৫ পয়েন্ট। ১৬ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ শীর্ষে ও ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে সেভিয়া দ্বিতীয় স্থানে উঠে গেছে বার্সাকে টপকে।
এদিনের ম্যাচে শুরুতেই এগিয়ে যায় ভিয়ারিয়াল। ম্যাচে ৪৯ মিনিটে দলটির ইতালিয়ান ফরোয়ার্ড নিকোলা সানসোন লক্ষ্যভেদ করেন। এ ব্যবধান বেশ কিছুক্ষণ ধরেও রেখেছিল তারা; কিন্তু শেষ পর্যন্ত জয়ের হাসি হাসতে পারেনি।
অবশ্য ম্যাচটির নির্ধারিত সময়ে এক গোলেই এগিয়ে ছিল ভিয়ারিয়াল। কিন্তু ইনজুরি সময়ে গিয়েই কপাল পোড়ে তাদের। ডি-বক্সের বাইরে থেকে চমৎকার ফ্রিকিকে মেসি গোল করে দলের হার এড়ান।
এই ড্রয়ের পর কিছুটা হাঁফ ছেড়ে বাঁচেন বার্স কোচ এনরিকে। এ ব্যাপারে তিনি বলেন, ‘এদিন শেষ পর্যন্ত আমরা হারিনি, এটা আমাদের জন্য কিছুটা স্বস্তির। তবে লিগ রেসে ফিরতে হলে আমাদের অবশ্যই জয়ের ধারায় ফিরতে হবে। তাই দলের পারফরম্যান্সে আমি হতাশ নই।’