হেরেও শেষ আটে আতলেতিকো
কোপা দেল রের এবারের আসরে ঘটে চলেছে একের পর এক অঘটন। কয়েক দিন আগেই অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে গতবারের শিরোপাজয়ী বার্সেলোনা। গতকাল মঙ্গলবার হারের স্বাদ পেয়েছে আরেক শিরোপাপ্রত্যাশী আতলেতিকো মাদ্রিদও। লাস পালমাসের বিপক্ষে ডিয়েগো সিমিওনের শিষ্যরা হেরে গেছে ৩-২ গোলে। তবে হেরে গেলেও টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হচ্ছে না আতলেতিকো মাদ্রিদকে। দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের জয় দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে স্পেনের অন্যতম সেরা এই ক্লাব।
গত ৩ জানুয়ারি কোপা দেল রে শেষ ষোলো পর্বের প্রথম লেগে লাস পালমাসকে ২-০ গোলে হারিয়েছিল আতলেতিকো মাদ্রিদ। সেই জয়টাই এ টুর্নামেন্টের শিরোপা জয়ের লড়াইয়ে টিকিয়ে রেখেছে আতলেতিকোকে। নিজেদের মাঠে ৩-২ গোলে হেরে গেলেও তাই হতাশ হতে হয়নি আতলেতিকোর খেলোয়াড়-সমর্থকদের।
শেষ ষোলোর দ্বিতীয় লেগের এই ম্যাচে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণ আর পাল্টা আক্রমণ দিয়ে জমজমাট এক লড়াই-ই উপহার দিয়েছেন আতলেতিকো ও পালমাসের ফুটবলাররা। ৪৯ মিনিটে আতলেতিকোর পক্ষে প্রথম গোলটি করেছিলেন দলের প্রধান ফরোয়ার্ড অ্যান্তেনিও গ্রিজম্যান। ৫৭ মিনিটে এই গোল শোধ করে খেলায় সমতা ফেরান পালমাসের ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড মার্কো লিভাজা। তবে খুব বেশিক্ষণ এই সমতা ধরে রাখতে পারেনি লাস পালমাস। চার মিনিট পরেই আবার আতলেতিকোকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন অ্যাঞ্জেল কোরেরা। ৮৮ মিনিট পর্যন্ত এ ব্যবধানেই এগিয়ে ছিল সিমিওনের দল।
খেলার একেবারে শেষমুহূর্তে নাটকীয়ভাবে দুটি গোল করে জয় ছিনিয়ে আনেন পালমাসের খেলোয়াড়রা। ৮৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে খেলায় সমতা ফেরান লিভাজা। আর শেষ বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে পালমাসের পক্ষে জয়সূচক গোলটি করেন মাতেও গার্সিয়া।