কোচ ম্যাগাজিনে সাক্ষাৎকারই দেননি মেসি!
সাবেক কোচ পেপ গার্দিওলাকে মেসির শুভেচ্ছা, চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে গ্রেট বলেছেন মেসি, দেশের হয়ে আবার শিরোপা জয়ের স্বপ্ন দেখেন মেসি—এমন শিরোনামে কয়েক হাজার দিস্তা সংবাদ প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে। ব্রিটিশ ম্যাগাজিন ‘কোচ’কে উদ্ধৃতি করে মেসির সাক্ষাৎকার প্রচার করা হচ্ছে ফলাও করে। সেই ম্যাগাজিনে নিজের ক্যারিয়ার, কোচ, প্রতিপক্ষ ও দেশের হয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্নের কথা বলেন মেসি। তবে এমন কোনো সাক্ষাৎকারের কথা উড়িয়ে দিলেন মেসির বাবা ও এজেন্ট জর্জ মেসি। বার্সেলোনা থেকে প্রকাশিত মুন্ডো দেপোতির্ভো পত্রিকাকে তিনি বলেন, ‘এ ধরনের কোনো সাক্ষাৎকার কখনোই দেয়নি মেসি। এটিই পুরোই মিথ্যা ও বানোয়াট।’
কেবল সেটাই নয়, ‘ওয়াশিংটন পোস্ট’ জানিয়েছে, যার নামে এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেই দিয়েগো জোকাসও নাকি এই খবরে বিস্মিত। জোকাস বলেছেন, তিনি মেসির এমন কোনো সাক্ষাৎকার কখনোই নেননি। পরে নিজের ভেরিফাইড টুইটারে দিয়েগো বলেন, ‘আমি একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই যে, কোচ ম্যাগাজিনের সঙ্গে আমি আর কাজ করছি না। আর মেসিকে ঘিরে আমার নামে যে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে, সেটা সম্পর্কে কিছু জানি না আমি।’
এমন বিব্রতকর পরিস্থিতিতে নিজেদের ওয়েবসাইট থেকে মেসির সেই সাক্ষাৎকার সরিয়ে নিয়েছে কোচ ম্যাগাজিন কর্তৃপক্ষ। সেখানে বলা হয়েছে, ‘মেসির সাক্ষাৎকারটির বস্তুনিষ্ঠতা প্রশ্নবিদ্ধ হওয়ায় আমরা সেটি সরিয়ে নিয়েছি।’ বার্সেলোনাও কোচ ম্যাগাজিনের সঙ্গে মেসির সাক্ষাৎকারের কথা অস্বীকার করেছে।