ডি ভিলিয়ার্সের হাতে পাঁচটি পুরস্কার!

একটি-দুটি নয়, একসঙ্গে পাঁচ-পাঁচটি পুরস্কারের আনন্দে বিভোর এবি ডি ভিলিয়ার্স। বুধবার রাতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের (সিএসএ) পুরস্কার বিতরণী অনুষ্ঠান যেন হয়ে উঠেছিল ‘ডি ভিলিয়ার্সময়’।
প্রথম দক্ষিণ আফ্রিকান হিসেবে টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নিয়েই থেমে থাকেননি। বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার, ক্রিকেটারদের বর্ষসেরা ক্রিকেটার আর ভক্তদের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারও উঠেছে ডি ভিলিয়ার্সের হাতে। পঞ্চম পুরস্কারটা পেয়েছেন গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ বলে ওয়ানডের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ার জন্য।
দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন হাশিম আমলা। বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার মর্নে ফন উইক এবং নারী ক্রিকেটার শবনিম ইসমাইল। বছরের সেরা বলের পুরস্কার পেয়েছেন টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার ডেল স্টেইন।
তবে অনুষ্ঠানের সব আলো ছিল ডি ভিলিয়ার্সকে ঘিরে। সিএসএর প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন লরগাত তো দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়কের প্রশংসায় ভাষাই খুঁজে পাচ্ছিলেন না, ‘তিনি একজন সত্যিকারের ব্যাটিং-প্রতিভা। ওয়ানডের দ্রুততম ৫০, ১০০ আর ১৫০ রানের বিশ্ব রেকর্ড তাঁর অধিকারে। এবি (ডি ভিলিয়ার্স) একজন বিশেষ ব্যাটসম্যান। এবং নিঃসন্দেহে বিশ্বের সেরা অলরাউন্ড ক্রিকেটার।’