আন্তর্জাতিক আর্চারিতে বাংলাদেশই সেরা
আন্তর্জাতিক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপের শেষ দিনেও ছিল বাংলাদেশের জয়-জয়কার। তাই পুরো আসরে শ্রেষ্ঠত্ব দেখিয়েছে স্বাগতিকরা। নয়টি স্বর্ণপদকের লড়াইয়ে ছয়টিতেই স্বর্ণ জিতেছে বাংলাদেশ।
মওলানা ভাসানী স্টেডিয়ামে আজ সোমবার রিকার্ভ বো ইভেন্টের মেয়েদের এককে বাংলাদেশের হীরা মনি ৬-৪ সেট পয়েন্টে আজারবাইজানের রামোজানোভা ইয়ালাগুলকে হারিয়ে দেশকে প্রথম স্বর্ণ-সাফল্য এনে দেন।
রিকার্ভ বো ইভেন্টে মেয়েদের দলগত ইভেন্টে শ্যামলী রায়, বিউটি রায় ও নাদিয়া আক্তার শাপলাকে নিয়ে গড়া বাংলাদেশ ৬-২ সেটে নেপালকে হারিয়ে দ্বিতীয় স্বর্ণ জেতে। এই বিভাগে ছেলেদের দলগত ইভেন্টও সোনালি সাফল্য পায় স্বাগতিকরা, রোমান সানা, সানোয়ার হোসেন ও মোহাম্মদ তামিমুল ইসলাম ৬-২ সেট পয়েন্টের ব্যবধানে ভুটানকে হারান।
মিশ্র দলগত ইভেন্টেও বাংলাদেশের রোমান সানা ও বিউটি রায় ভুটানকে হারিয়ে দেশের শ্রেষ্ঠত্বের পতাকা ওড়ান। ছেলেদের দলগত ইভেন্টে আবুল কাশেম, নাজমুল হুদা ও মিলন মোল্লা ২১৪-২০৭ স্কোরে হারিয়ে বাংলাদেশকে পঞ্চম স্বর্ণ এনে দেন।
কম্পাউন্ড বো ইভেন্টের মিশ্র দলগতে বাংলাদেশের আবুল কাশেম মামুন ও সুস্মিতা বণিক ইরাকের আল-দাঘমান এশাক ও ফাতিমাহ আল মাসহাদানিকে ১৪৯-১৪১ ব্যবধানে হারিয়ে দেশকে ষষ্ঠ সাফল্য এনে দেন।