রোনালদোর জোড়া গোলে হার এড়াল রিয়াল
লা লিগায় হঠাৎ করেই কিছুটা টালমাটাল অবস্থার মধ্যে পড়েছে রিয়াল মাদ্রিদ। গত ২২ ফেব্রুয়ারি হেরেই গিয়েছিল ভ্যালেন্সিয়ার বিপক্ষে। পরের সপ্তাহে ভিলারিয়ালের বিপক্ষে জিততেও বেশ কষ্ট করতে হয়েছিল জিনেদিন জিদানের শিষ্যদের। আর এবার লাস পালমাসের বিপক্ষে ড্র করে আবারও হোঁচট খেয়েছে ইউরোপের অন্যতম সেরা এই ক্লাব।
স্পেনের মাঝারি সারির ক্লাব লাস পালমাসের বিপক্ষে হারতেই বসেছিল রিয়াল। ৮৫ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল ৩-১ গোলের ব্যবধানে। একেবারে শেষমুহূর্তে জোড়া গোল করে দলকে কোনোমতে হারের লজ্জা থেকে বাঁচিয়েছেন এ সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। ৮৬ মিনিটে নিজের প্রথম গোলটি রোনালদো করেছিলেন পেনাল্টি থেকে। আর ৮৯ মিনিটে হামেস রদ্রিগেজের দুর্দান্ত এক কর্নার কিকে মাথা ছুঁইয়ে খেলায় সমতা ফিরিয়েছিলেন রোনালদো।
রিয়ালের এই দুর্দশার অন্যতম প্রধান কারণ গ্যারেথ বেলের লাল কার্ড। দ্বিতীয়ার্ধের শুরুতেই সরাসরি লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে হয়েছে ওয়েলসের এই ফরোয়ার্ডকে। সেই সুযোগ কাজে লাগিয়ে ৫৬ ও ৫৯ মিনিটে রিয়ালের জালে দুবার বল জড়িয়েছিল লাস পালমাস। এগিয়ে গিয়েছিল ৩-১ গোলে।
এর আগে প্রথমার্ধের খেলা শেষ হয়েছিল ১-১ গোলের সমতা নিয়ে। ৮ মিনিটের মাথায় ম্যাচের প্রথম গোলটি করেছিলেন ইসকো। আর ১০ মিনিটে সেই গোল শোধ করে খেলায় সমতা ফিরিয়েছিলেন লাস পালমাসের মিডফিল্ডার পেদ্রো তাউনাসু।
লাস পালমাসের বিপক্ষে রিয়ালের এই ড্রয়ের ফলে নিশ্চিতভাবেই অনেক খুশি হয়েছেন বার্সেলোনার সমর্থকরা। লা লিগায় পয়েন্ট তালিকায় ব্যবধানও অনেক কমে গেছে রিয়াল ও বার্সার। ২৫ ম্যাচ শেষে ৫৭ পয়েন্ট নিয়ে বার্সেলোনাই এখন আছে পয়েন্ট তালিকার শীর্ষে। এক ম্যাচ কম খেলে রিয়ালের সংগ্রহ দাঁড়িয়েছে ৫৬ পয়েন্ট।