বার্সেলোনা ছাড়ার ঘোষণা এনরিকের
২০১৪ সালে বার্সেলোনার কোচের দায়িত্ব নিয়েই বাজিমাত করেছিলেন লুইস এনরিকে। তাঁর অধীনে প্রথম মৌসুমেই কাতালানরা জিতেছিল মৌসুমের প্রধান তিনটি প্রতিযোগিতার শিরোপা। টানা দুই বছর লা লিগা ও কোপা দেল রের শিরোপাও উঠেছে বার্সার ট্রফি কেসে। কিন্তু আগামী মৌসুম থেকে আর বার্সেলোনার ডাগআউটে দেখা যাবে না এনরিকেকে। এবারের মৌসুম শেষেই যে কোচের দায়িত্বটা ছেড়ে দেবেন, তা আগেভাগেই জানিয়ে দিয়েছেন এই স্প্যানিশ কোচ।
স্পোর্টিং গিজনের বিপক্ষে ৬-১ গোলের বিশাল ব্যবধানে জয়ের পরপরই সবাইকে চমকে দিয়ে কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন এনরিকে। ইউরোপের অন্যতম প্রধান একটা ক্লাবের কোচ হিসেবে তিনি নাকি বিশ্রাম নেওয়ারই ফুসরত পাচ্ছেন না। তাই নিজের মতো করে সময় কাটানোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন বার্সার সাবেক এই ফুটবলার। তিনি বলেছেন, ‘আমার ওপর আস্থা রাখার জন্য ক্লাবের সবাইকে অনেক ধন্যবাদ। এখানে আমি তিনটি অবিস্মরণীয় বছর কাটালাম। এই পেশার ক্ষেত্রে সব সময়ই দলের উন্নতির জন্য আমাকে চিন্তা করতে হয়েছে। আমি বিশ্রাম নেওয়ারও খুব কম সময় পেয়েছি। ফলে আমার মনে হচ্ছে যে এবারের মৌসুম শেষে দায়িত্বটা ছেড়ে দেওয়াই আমার জন্য ভালো হবে। আমার বিশ্রাম দরকার। এটাই মূল কারণ।’
গত দুটি বছর দারুণ কাটালেও এবারের মৌসুমে অবশ্য কিছুটা হোঁচটই খেয়েছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ৪-০ গোলে হেরে গেছে প্যারিস সেইন্ট জার্মেইনের বিপক্ষে। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ও প্রায় নিশ্চিত বার্সার। লা লিগার পয়েন্ট তালিকাতেও তারা কিছুটা পিছিয়েই ছিল চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে। সর্বশেষ ম্যাচে রিয়াল ড্র করে হোঁচট খাওয়ায় অবশ্য শিরোপাজয়ের স্বপ্ন জোরদার হয়েছে বার্সা সমর্থকদের। কোপা দেল রে-তে অবশ্য বার্সা আছে খুব ভালো অবস্থানে। ফাইনালে আলাভেজকে হারাতে পারলেই জিততে পারবে টানা তৃতীয় শিরোপা।
১৯৯৬ থেকে ২০০৪ সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে খেলোয়াড়ি জীবনেও বেশ সফল ছিলেন এনরিকে। এ সময়ে তিনি জিতেছিলেন দুটি লা লিগা ও দুটি কোপা দেল রে শিরোপা। ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত বার্সেলোনার ‘বি’ দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন এনরিকে।