ম্যানসিটির সহজ জয়
অনেক দিন ধরেই নিজের ছায়া হয়ে ছিলেন সার্জিও আগুয়েরো। টানা ছয় ম্যাচে গোলশূন্য থাকার পর ইউরোপিয়ান লিগে মোনাকোর বিপক্ষে জোড়া গোল দিয়ে ফর্মে ফেরেন তিনি। পরের ম্যাচে আবার জোড়া গোল করেন এই স্ট্রাইকার। গত রাতে সান্ডারল্যান্ডের বিপক্ষে গোল করে দলকে জিতিয়েছেন আগুয়েরো।
রোববার সান্ডারল্যান্ডের বিপক্ষে ৪২ মিনিটে তাঁর গোলেই এগিয়ে যায় ম্যানসিটি। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে লেরয় সানির গোলে পেপ গার্দিওলার দলের জয় নিশ্চিত হয়। এই গোল দিয়েই প্রিমিয়ার লিগে ৫০টি অ্যাওয়ে গোল করার দারুণ রেকর্ড গড়লেন এই আর্জেন্টাইন তারকা। প্রতিপক্ষের মাঠে ব্শিটির বেশি গোল করেছেন এমন তালিকায় ২১তম অবস্থানে আছেন তিনি। আগুয়েরো খুব তাড়াতাড়ি তালিকার আরো ওপরে চলে আসবেন, এটা বলাই তো বাতুলতা।
এই জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষ তিনে ফিরল সিটি। ২৬ ম্যাচে তাদের সংগ্রহ ৫৫ পয়েন্ট। যথারীতি শীর্ষে রয়েছে চেলসি। ব্লুজদের সংগ্রহ ৬৩ পয়েন্ট। ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে টটেনহাম।
শুরু থেকেই দারুণ খেলতে থাকে সান্ডারল্যান্ড। গোলেরও সুযোগ তৈরি করেছিল দলটি। গোল পায়নি স্বাগতিক শিবির। উল্টো ম্যাচের ৪২ মিনিটে এগিয়ে যায় সিটিজেনরা। স্টার্লিংয়ের বাড়ানো ক্রসে বল পেয়ে সান্ডারল্যান্ডের জালে বল জড়িয়ে দেন আগুয়েরো।
বিরতির পর ব্যবধানটা দ্বিগুণ করেন সানি। ৫৯তম মিনিটে সিলভার বাড়ানো পাসে গোলরক্ষককে পরাস্ত করেন জার্মান মিডফিল্ডার।