ছুটছেই চেলসির জয়রথ
ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির জয়রথ ছুটছেই। কোনো দলই বাধা হয়ে দাঁড়াতে পারছে না ব্লুজদের সামনে। এমনকি প্রতিপক্ষ হিসেবে আন্তোনিও কোন্তের দলের আশপাশে নেই কেউই। নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে চেলসির পেছনে রয়েছে টটেনহাম। তবে দুটি দলের মধ্যে রয়েছে ১০ পয়েন্টের পার্থক্য। ২৭ ম্যাচে চেলসির পয়েন্ট ৬৬। সমান সংখ্যক ম্যাচে টটেনহামের পয়েন্ট ৫৬।
সোমবার ওয়েস্টহামের বিপক্ষে ২-১ গোলে জিতেছে চেলসি। ওয়েস্টহামের মাঠে গোল করেছেন এডেন হ্যাজার্ড ও দিয়েগো কস্তা। স্বাগতিকদের হয়ে একটি গোল পরিশোধ করেন ল্যানজিনি।
লন্ডন স্টেডিয়ামে দারুণ খেলতে থাকেন হ্যাজার্ড-কস্তারা। তবে গোলের জন্য ২৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে চেলসিকে। নিজেদের ডি-বক্স থেকে ওয়েস্টহামের রক্ষণভাগে বল নিয়ে আসেন পেদ্রো। হ্যাজার্ডকে পাস দেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। কয়েকজনকে কাটানোর পর গোলরক্ষককেও ফাঁকি দেন হ্যাজার্ড। ৪১তম মিনিটে আবার এগিয়ে যেতে পারত চেলসি। পেদ্রোর জোরালো শট ল্যানজিনির পা লেগে হ্যাজার্ডের কাছে ফিরে আসে। এরপর বেলজিয়াম স্ট্রাইকারের বুলেট গতির নেওয়া শট আটকে দেন গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে হ্যাজার্ডের কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন কস্তা। স্প্যানিশ স্ট্রাইকারের এটি এ মৌসুমে সপ্তদশ লিগ গোল।
দ্বিতীয়ার্ধের গোলের জন্য মরিয়া ওয়েস্টহাম বেশ কিছু আক্রমণ করে। করে নীল দেয়াল ভেঙে গোল করা হয়ে ওঠেনি। অতিরিক্ত সময়ে আন্দ্রে আইয়ুর পাসে গোল করেন মানুয়েল লানজিনি।