আরেকটি ব্যর্থতা নিয়ে ফেরা
আন্তর্জাতিক হকিতে বাংলাদেশের ব্যর্থতা নতুন কিছু নয়। আরেকটি ব্যর্থতা নিয়ে এবার সিঙ্গাপুর ফিরেছে হকি দল। বিশ্ব হকি লিগের দ্বিতীয় পর্বে আট দলের মধ্যে ষষ্ঠ হয়ে ভীষণ হতাশ দলের কোচ-খেলোয়াড়-কর্মকর্তারা।
মালয়েশিয়ান কোচ গোবিনাথান কৃষ্ণমূর্তি সিঙ্গাপুর থেকেই দেশে ফিরে গেছেন। তাঁর সঙ্গে হকি ফেডারেশনের চুক্তির মেয়াদও শেষ ।
শুধু এই টুর্নামেন্টের জন্য নিয়োগ পাওয়া কৃষ্ণমূর্তি স্বদেশে ফিরে দলের সমস্যা চিহ্নিত করে একটি চিঠি পাঠিয়েছেন হকি ফেডারেশনকে। সেখানে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ দলের সমস্যা মূলত মানসিকতায়। খেলতে নামার আগেই হেরে বসার মানসিকতা আছে কারো-কারো মধ্যে। এটা খুবই খারাপ। একটি দল হারতেই পারে। তবে লড়াইয়ের আগেই হার মেনে নেওয়া ঠিক নয়।’
চিঠিতে হকি দলের জন্য একজন মনোবিদ নিয়োগ দেওয়া ছাড়াও বড়-বড় দলের বিপক্ষে যত বেশি সম্ভব ম্যাচ খেলার পরামর্শ দিয়েছেন কৃষ্ণমূর্তি।
সিঙ্গাপুরে সহকারী কোচের দায়িত্ব পালন করা মামুনুর রশিদ দলের পারফরম্যান্সে মর্মাহত। ফেডারেশনের এই সদস্য হতাশাজড়িত কণ্ঠে বললেন, ‘সেমিফাইনালে উঠতে না পারা আমাদের জন্য খুবই হতাশার। এমন ফল প্রত্যাশা করিনি। আমি আশাই করিনি বাংলাদেশ এতটা বাজে খেলবে।’
অধিনায়ক কৃষ্ণ কুমার অবশ্য ব্যর্থতার দায় নিজের কাঁধে তুলে নিচ্ছেন নির্দ্বিধায়, ‘টুর্নামেন্টে ভালো খেলার জন্য আমাদের চেষ্টার ত্রুটি ছিল না। তবে সফলতা পাইনি। অধিনায়ক হিসেবে সব দায় নিজের কাঁধেই তুলে নিতে হবে। ওমানের সঙ্গে শ্যুট আউটে হেরে সেমিফাইনালে উঠতে না পারা আমাদের চরম ব্যর্থতা। তবে সব ভুল শুধরে আমাদের এগিয়ে যেতে হবে।’
টুর্নামেন্টে বাংলাদেশ ছয়টি ম্যাচ খেলে মাত্র দুটিতে জিতেছে। কোয়ার্টার ফাইনালে ওমানের কাছে হেরে যাওয়ায় তৃতীয় পর্বে ওঠার আশা শেষ হয়ে যায় বাংলাদেশের।
দ্বিতীয় পর্বের সাফল্য তিনটি দলকে বিশ্ব হকি লিগের তৃতীয় পর্বে খেলার সুযোগ করে দিয়েছে। এই তিনটি দল হলো প্রতিযোগিতার চ্যাম্পিয়ন মালয়েশিয়া, রানার্স-আপ পোল্যান্ড ও তৃতীয় জাপান।