এএফসি কাপে আবাহনীর হার
এএফসি কাপে নিজেদের প্রথম ম্যাচেই হেরে গেছে ঢাকা আবাহনী লিমিটেড। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে গ্রুপ ‘ই’র খেলায় মালদ্বীপের মাজিয়া এসআরসির কাছে ২-০ গোলে হেরে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।
আজ মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুই অর্ধে দুটি গোল করে মালদ্বীপের ক্লাবটি।
ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় মাজিয়া। মিডফিল্ডার ইমাজ আহমেদের স্কয়ার পাসে গোলরক্ষক শহিদুল আলম সোহেলকে পরাস্ত করেন মালদ্বীপের ফরোয়ার্ড ওমর।
ম্যাচের ২৯ মিনিটে খেলায় সমতা ফেরাতে পারত আবাহনী। মামুন মিয়ার একটি নিচু ক্রসে হেড করতে পারেননি স্ট্রাইকার রুবেল মিয়া। এরপর প্রথমার্ধের শেষদিকে ইংলিশ ফরোয়ার্ড জোনাথান ডেভিডস বল পেয়েছিলেন বক্সের ওপরে। দুর্বল শটে তিনি বল তুলে দেন গোলরক্ষক মাথিয়াস পাভেলের হাতে।
৮৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে অতিথি দল মাজিয়া। অধিনায়ক আসাদুল্লাহ একক প্রচেষ্টায় দলের হয়ে দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন।