দিবালার গোলে কোয়ার্টার ফাইনালে জুভেন্টাস
প্রথম লেগেই কোয়ার্টার ফাইনালে যাওয়ার রাস্তাটা পরিষ্কার করে রেখেছিল জুভেন্টাস। সেবার পোর্তোর মাঠ থেকে ২-০ গোলে জয় নিয়ে ফিরেছিল তুরিনের ওল্ড লেডিরা। গতকাল রাতে নিজেদের মাঠে জুভদের জয়টা এলো ১-০ গোলে। গোল করেছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার পাউলো দিবালা। এর ফরে দুই লেগ মিলে ৩-০ গোলের জয়ে শেষ আট নিশ্চিত করল জুভেন্টাস।
ঘরের মাঠে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল জুভেন্টাস। প্রথমার্ধেই বেশ কয়েকবার পোর্তোর রক্ষণভাগে ভীতি ছড়ান দিবালা-মানজুকিচরা। তবে বারবারই জুভেন্টাসের সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়ান স্প্যানিশ কিংবদন্তি ইকার ক্যাসিয়াস।
তৃতীয় মিনিটে দিবালার জোরালো শট চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। এরপর ম্যাচে ২৫তম মিনিটে মারিও মানজুকিচের হেড রুখে দেন ক্যাসিয়াস। প্রথমার্ধটা যখন গোলশূন্যভাবে শেষের দিক এগোচ্ছিল, ঠিক তখনই পেনাল্টি পায় স্বাগতিকরা।
পেনাল্টি বক্সে গঞ্জালো হিগুয়াইনের শট হাত দিয়ে আটকান ম্যাক্সি পেরেরা। এর ফলে পেরেরা পান লাল কার্ড আর জুভেন্টাস পেয়ে যায় পেনাল্টি। স্পটকিক থেকে গোল করেন আর্জেন্টাইন সেনসেশন দিবালা।
বিরতির পর পোর্তোকে আরো বেশি চাপে রাখে জুভেন্টাস। তবে বারবারই গোলপোস্টের নিচে পোতোর্কে বাঁচিয়ে দিয়েছেন ক্যাসিয়াস। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইতালির ক্লাবটি।