৫০ বছর বয়সেও গোল!
বয়সটা ৫০ পেরিয়েছে। এই বয়সে আর যাই করুন না কেন ফুটবল খেলার কথা স্বপ্নেও ভাববেন না আপনি। তবে জাপানের কাজু মিউরার কথাটা ভিন্ন। এই বয়সেও দিব্যি ফুটবল খেলে যাচ্ছেন তিনি। যেনতেন লিগে নয় জাপানের প্রথম বিভাগ ফুটবলে এখনো দাপিয়ে ফুটবল খেলছেন এই মিডফিল্ডার। কেবল খেলাই নয়, গোলও করছেন এই ফুটবলার। ইয়োকোহামা এফসির হয়ে থেপসা কোসাসুর বিপক্ষে গোল করেছেন কাজু।
এই গোল দিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। ১৯৬৫ সালে ৫০ বছর ৫ দিন বয়সে গোল করেন ইংল্যান্ড জাতীয় দলের সাবেক ফুটবলার স্ট্যানলি ম্যাথুস। আর কাজু গোল করলেন ৫০ বছর ১৪ দিনে। ১৯৬৫ সালে স্টোক সিটির হয়ে ফুলহ্যামের বিপক্ষে গোল করেন স্ট্যানলি।
জাপানের হয়ে ৮৯ ম্যাচে ৫৫ গোল করা কাজু মিউরাকে এখনো দেশটির সেরা ফুটবলার মনে করা হয়। বিশ্বের সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ড করে বেশ গর্বিত এই তারকা ফুটবলার। তিনি বলেন, ‘গোল করা সব সময় আনন্দের। আমি যত বেশি সম্ভব গোল করে যেতে চাই।’
আর কতদিন ধরে খেলতে চান এমন প্রশ্নে জবাবে এই ফুটবলার বলেন, ‘আমি এখনো ফুটবল উপভোগ করি। আর ফিটও রয়েছে। দেখা যাক, শরীর কতদিন ভালো থাকে।’ ১৯৮৬ সালে ব্রাজিলের ক্লাব সান্তোসের বিপক্ষে ম্যাচ দিয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয় কাজুর।