মেসিবিহীন ম্যাচে আর্জেন্টিনার হার
আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হওয়ার পর মেসিবিহীন আর্জেন্টিনা জিতেছে মাত্র ১৫ ভাগ ম্যাচ। এ থেকেই বোঝা যায়, আর্জেন্টিনা কতটা মেসিনির্ভর দল। বিশ্বকাপ বাছাইপর্বে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়ে মাঠের বাইরে চলে গেছেন মেসি। দলের সেরা ফুটবলারটি নেই, তাই জেতেওনি আর্জেন্টিনা। বলিভিয়ার কাছে ২-০ গোলে হেরেছে এদগার্দো বাউজার দল। বাছাইপর্বে উরুগুয়ে, পেরু ও ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচেও থাকবেন না মেসি। পরের ম্যাচেও দলের এমন হতশ্রী অবস্থা থাকলে রাশিয়া বিশ্বকাপে যাওয়াটা আর্জেন্টিনার জন্য কঠিনই হবে।
বলিভিয়ার রাজধানী লাপাজের উচ্চতার সমস্যা তো ছিলই, সেইসঙ্গে যোগ হয় মেসিসহ বাকি কয়েকজনের নিষেধাজ্ঞা ও ইনজুরি। এই কারণেই মূলত দ্বিতীয় সারির এক দল নিয়ে মাঠে নামে আর্জেন্টিনা।
লাপাজে প্রথম ২০ মিনিট ছিল বলিভিয়ার। একের পর এক আক্রমণ এসে পড়তে থাকে আর্জেন্টিনার রক্ষণভাগে। অ্যাঞ্জেল কোরেয়া, লুকাস প্রাতোরা তখনো কিছু কিছু বুঝে উঠতে পারেননি। তবে ৩১তম মিনিটে আর রক্ষা পায়নি সফরকারীরা। ডান প্রান্ত থেকে পাবলো দানিয়েলের ক্রসে হেড করে দলকে লিড এনে দেন কার্লোস আর্সে। এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাউজার দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। এনরিকের পাসে নিচু শটে গোল করেন মার্সেলো মোরেনো। দুই গোলে পিছিয়ে পড়া আর্জেন্টিনা তখন দিকভ্রান্ত এক দল। অ্যাঞ্জেলা ডি মারিয়া, প্রাতো, কোরেয়া, পেরেজরা। শক্তি বাড়াতে কোরেয়াকে বসিয়ে আগুয়েরোকে নামান বাউজা, তবে তাতেও কোনো লাভ হয়নি। এই হারে ১৪ ম্যাচ থেকে আর্জেন্টিনার সংগ্রহ ২২ পয়েন্ট। রাশিয়া বিশ্বকাপে যেতে হলে পরের চার ম্যাচেই জিততে হবে আর্জেন্টিনাকে।