নেইমার ‘সাময়িকভাবে’ এক ম্যাচ নিষিদ্ধ
কলম্বিয়ার বিপক্ষে খেলা শেষে বিবাদে জড়িয়ে লাল কার্ড দেখা নেইমার আপাতত এক ম্যাচের জন্য নিষিদ্ধ। তবে এই শাস্তি সাময়িক। ব্রাজিলের তারকা ফরোয়ার্ডের শাস্তি এর চেয়ে কঠিন হতে পারে।
বৃহস্পতিবার কোপা আমেরিকায় কলম্বিয়ার কাছে হেরে যাওয়ার পর ক্ষুব্ধ, বিরক্ত নেইমারের লাথি মারা বল গিয়ে আঘাত করে প্রতিপক্ষের পাবলো আরমেরোকে। ব্যাপারটা ভালো লাগেনি আরমেরোর সতীর্থ কার্লোস বাক্কার।
নেইমারের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তিনি। চিলিয়ান রেফারি এনরিকে ওসেস লাল কার্ড দেখান দুজনকেই।
নেইমার অবশ্য এমনিতেই এক ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি পেতেন। বিরতির ঠিক আগে হ্যান্ডবল করে হলুদ কার্ড দেখেছিলেন। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় ভেনেজুয়েলার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে মাঠের বাইরে থাকতে হতো বার্সেলোনা তারকাকে।
তবে খেলা শেষ হওয়ার পরও গণ্ডগোলে জড়িয়ে পড়ায় নেইমারের সামনে কঠিন শাস্তির আশঙ্কা। আপাতত একটি ম্যাচেই নিষিদ্ধ হয়েছেন তিনি। দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশন কনমেবলের শৃঙ্খলাবিষয়ক কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘কলম্বিয়ার কাছে ব্রাজিল ১-০ গোলে হেরে যাওয়ার পর অভদ্র আচরণের জন্য নেইমারকে প্রাথমিকভাবে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। চূড়ান্ত শাস্তির জন্য শুক্রবার আবারো বৈঠকে বসব আমরা।’
কোপা আমেরিকার অফিশিয়াল ওয়েবসাইট প্রথমে জানিয়েছিল, নেইমারকে দুই ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি দেওয়া হয়েছে। তবে পরে তারা জানায়, প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী শাস্তিটা আপাতত এক ম্যাচের। শুক্রবার শৃঙ্খলাবিষয়ক কমিটি যে এই সিদ্ধান্ত পর্যালোচনা করবে, সে কথাও জানানো হয় ওয়েবসাইটে।
গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার ডিফেন্ডার হুয়ান কামিলো জুনিগার মারাত্মক ফাউলে কোমর ভেঙে যাওয়ায় ফুটবলের সেরা আসরে আর খেলতে পারেননি নেইমার। সেদিনের দুঃসহ স্মৃতিই হয়তো এবার তাতিয়ে দিয়েছিল বার্সা তারকাকে। তবে মেজাজ হারিয়ে তিনি নিজে তো বিপদে পড়েছেনই, দলকেও ফেলে দিয়েছেন বিপাকে।