কোপা আমেরিকা শেষ নেইমারের
কলম্বিয়ার বিপক্ষে খেলা শেষে বিবাদে জড়িয়ে লাল কার্ড দেখা নেইমার নিষিদ্ধ হয়েছিলেন এক ম্যাচের জন্য। কিন্তু দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশন কনমেবল সেটিকে বাড়িয়ে করেছে চার ম্যাচ। এতে করে কোপা আমেরিকা থেকেই ছিটকে পড়েছেন ব্রাজিলের এ ফরোয়ার্ড।
বৃহস্পতিবার কোপা আমেরিকায় কলম্বিয়ার কাছে হেরে যাওয়ার পর ক্ষুব্ধ, বিরক্ত নেইমারের লাথি মারা বল গিয়ে আঘাত করে প্রতিপক্ষের পাবলো আরমেরোকে। ব্যাপারটা ভালো লাগেনি আরমেরোর সতীর্থ কার্লোস বাক্কার। নেইমারের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তিনি। চিলিয়ান রেফারি এনরিকে ওসেস লাল কার্ড দেখান দুজনকেই।
বিবিসির খবরে বলা হয়, নেইমার কাণ্ডের খুঁটিনাটি বিষয় পর্যবেক্ষণ করেছে কনমেবল। সামগ্রিক বিষয় বিবেচনায় নিয়ে তাঁর শাস্তি বাড়িয়েছে সংগঠনটি।
নেইমার অবশ্য এমনিতেই এক ম্যাচের নিষেধাজ্ঞা পেতেন। বিরতির ঠিক আগে হ্যান্ডবল করে হলুদ কার্ড দেখেছিলেন।
গত বছর নিজ দেশ ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে মেরুদণ্ডে আঘাত পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছিলেন নেইমার। কোপায় একই দেশের খেলোয়াড়ের সঙ্গে ঝামেলায় জড়িয়ে আসর থেকে বাদ পড়ে গেলেন তিনি।