বলিভিয়াকে উড়িয়ে গ্রুপ-সেরা চিলি
তারকা মিডফিল্ডার আর্তুরো ভিদালের ‘মদ্যপ’ অবস্থায় গাড়ি দুর্ঘটনায় পড়ার ঘটনাকে পাত্তাই দেয়নি চিলি। কোপা আমেরিকায় স্বাগতিকদের আগুনে বলিভিয়া একেবারে জ্বলে-পুড়ে ছারখার! ৫-০ গোলের জয়ে চিলির ‘এ’ গ্রুপের শ্রেষ্ঠত্বও নিশ্চিত হয়ে গেছে।
তবে বড় ব্যবধানে হেরে গেলেও গ্রুপে দ্বিতীয় হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বলিভিয়া। ‘এ’ গ্রুপের খেলা শেষে চিলির সাত ও বলিভিয়ার চার পয়েন্ট। শুক্রবার রাতে কোপা আমেরিকার অন্য ম্যাচে মেক্সিকোকে ২-১ গোলে হারিয়ে গ্রুপে তৃতীয় হয়ে শেষ আটের আশা বাঁচিয়ে রেখেছে ইকুয়েডর। তাদের পয়েন্ট তিন। মাত্র দুই পয়েন্ট সংগ্রহ করা মেক্সিকানদের কোপা আমেরিকা শেষ। তিন গ্রুপের এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন-রানার্সআপ ছাড়াও তৃতীয় হওয়া সেরা দুই দল কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পাবে।
গত মঙ্গলবার চিলির রাজধানী সান্টিয়াগোর ঠিক বাইরে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ভিদালকে আটক করে পুলিশ। একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে তাঁর লাল রঙের ফেরারির চালকের আসন গুঁড়িয়ে যায়। সে সময় স্ত্রীকে পাশে বসিয়ে জুভেন্টাসের এই মিডফিল্ডারই গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনার পর চিলির পুলিশ কর্নেল রিকার্দো গনজালেজ জানান, ‘অ্যালকোহলের প্রভাবে তিনি গাড়ি চালাচ্ছিলেন। তাঁকে আটক করা হয়েছে।’ ভিদালের চোট ‘সামান্য’ হলেও তাঁর স্ত্রীর চোট ‘মোটামুটি গুরুতর’ বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এত বিশাল কাণ্ডের পরও ভিদালকে বলিভিয়ার বিপক্ষে প্রথম একাদশে রেখেছিল চিলি। তবে তেমন সুবিধা করতে পারেননি এই বিতর্কিত মিডফিল্ডার। প্রথমার্ধের পর তাই তাঁকে তুলে নেন কোচ হোর্হে সামপাওলি। দলের অন্যতম তারকার ছন্দহীনতা অবশ্য চিলিয়ানদের জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। মিডফিল্ডার চার্লস আরাংগিজ করেছেন দুই গোল। আর্সেনাল স্ট্রাইকার অ্যালেক্সিস স্যানচেজ ও ডিফেন্ডার গ্যারি মেদেলের গোল একটি করে। শেষ গোলটি ছিল আত্মঘাতী, বলিভিয়ার অধিনায়ক রোনালদ্ রালদেজের ‘সৌজন্যে’।