এল ক্লাসিকোতে থাকবেন না নেইমার
হুট করেই বেশ দুর্দশার মধ্যে পড়েছে বার্সেলোনা। লা লিগায় অপ্রত্যাশিতভাবে হেরে গেছে নিচের সারির ক্লাব মালাগার বিপক্ষে। সেই ক্ষত শুকাতে না শুকাতেই এসেছে নতুন ধাক্কা। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে হেরে গেছে জুভেন্টাসের বিপক্ষে। ফলে ইউরোপসেরার লড়াই থেকে বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে গেছে কাতালানদের।
এরই মধ্যে আবার লা লিগায় তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন দলের তারকা ফরোয়ার্ড নেইমার। ফলে তিনি মাঠে নামতে পারবেন না চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে।
এবারের মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে ১-১ গোলে ড্র করেছিল রিয়াল-বার্সা। দ্বিতীয় লেগের ম্যাচের আগে রিয়াল অবশ্য আছে বেশ সুবিধাজনক অবস্থানে। বার্সেলোনার বিপক্ষে আবার ড্র করলেও খুব একটা ক্ষতি নেই রিয়ালের। কিন্তু লা লিগার শিরোপা জয়ের জন্য এবারের এল ক্লাসিকোতে জিততেই হবে বার্সেলোনাকে। কিন্তু গুরুত্বপূর্ণ সেই ম্যাচেই তারা মাঠে পাবে না নেইমারকে।
মালাগার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন নেইমার। ফলে এমনিতেই পেয়েছিলেন এক ম্যাচের নিষেধাজ্ঞা। কিন্তু মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় রেফারিকে ব্যঙ্গ করে হাততালি দিয়েছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। আর এতেই তিনি পেয়েছেন আরো দুই ম্যাচের নিষেধাজ্ঞা। লা লিগায় নেইমার খেলতে পারবেন না রিয়াল সোসিয়েদাদ, রিয়াল মাদ্রিদ ও ওসাসুনার বিপক্ষে। এপ্রিল মাসের পুরোটাই লা লিগার ম্যাচগুলোতে দর্শক হয়ে থাকতে হবে নেইমারকে।
লা লিগায় বার্সেলোনার খেলা আছে আর মাত্র সাতটি। ৩১ ম্যাচ শেষে তারা সংগ্রহ করেছে ৬৯ পয়েন্ট। আছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। আর এক ম্যাচ কম খেলে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। ফলে শিরোপা জিততে হলে বাকি সাতটি ম্যাচেই জিততে হবে বার্সেলোনাকে। এল ক্লাসিকোতেও হারাতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে।