মেসির জোড়া গোলে বার্সার দারুণ জয়
চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ ম্যাচে জুভেন্টাসের কাছে ৩-০ গোলে হেরেছিল বার্সেলোনা। স্বাভাবিক কারণে এই কদিন বার্সা শিবিরে ছিল চরম হতাশা। শনিবার রাতে লা লিগার ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দারুণ এক জয়ে তাদের সেই হতাশা কিছুটা হলেও কেটেছে।
এ দলটির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি করেছেন দুটি গোল, আরেকটি তিনি করিয়েছেন। তাই সোসিয়েদাদের বিপক্ষে বার্সেলোনা জয় পেয়েছে ৩-২ গোলে।
চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের ফিরতি লেগে এবং রিয়াল মাদ্রিদের বিপক্ষে ‘এল ক্ল্যাসিকো’র ম্যাচে নামার আগে এই জয় বার্সেলোনার খেলোয়াড়দের আত্মবিশ্বাস কিছুটা হলেও বেড়েছে।
মেসি এদিন নিজের প্রথম গোলটি করেছেন অসাধারণ দক্ষতায়। ১৭ মিনিটে সতীর্থ লুইস সুয়ারেজের পাস থেকে বল পেয়ে প্রায় ২৫ গজ দূর থেকে গোল করে দলকে উল্লাসে মাতিয়ে তোলেন। দলের ব্যবধান দ্বিগুণ করা গোলটিও করেন এই আর্জেন্টাইন তারকা। ৩৭ মিনিটে সুয়ারেজের শট সোসিয়েদাদ গোলকিপার ঠেকিয়ে দেন। সামনে পেয়ে ফিরতি শটে মেসি বলটি জালে জড়ান।
৪২ মিনিটে সোসিয়েদাদ একটি গোল করে ব্যবধান কিছুটা কমায়। ইনিগো মার্টিনেজের শট বার্সা গোলকিপার টের স্টেগানকে পরাভূত করে ডিফেন্ডার স্যামুয়েল উমতিতির মাথায় লেগে জালে জড়ায়।
দুই মিনিট পর অবশ্য ব্যবধান বাড়ায় বার্সেলোনা। এবার মেসির পাস থেকে গোল করেন আলকাসার (৩-১)। ৭২ মিনিটে বার্সা আরেকটি গোল খেয়ে বসে। সোসিয়েদাদের পক্ষে গোলটি করেন জাবি প্রিয়েতো।
এই জয়ে ৩২ ম্যাচে বার্সেলোনার সংগ্রহ ৭২ পয়েন্ট। দিনের অন্য ম্যাচে স্পোর্টিং গিজনকে তাদের মাঠেই ৩-২ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। একটি ম্যাচ কম খেলে রিয়ালের পয়েন্ট ৭৫।
সোসিয়েদাদের বিপক্ষে এই ম্যাচে দুই গোল করে বার্সেলোনার জার্সিতে ৪৯৮টি গোল করলেন মেসি। ৫০০ গোলের অনন্য মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন তিনি।