রিয়াল রক্ষা পেল ইসকোর জোড়া গোলে
সামনে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ। প্রতিপক্ষ শক্তিশালী বায়ার্ন মিউনিখ। ফিরতি লেগের এই ম্যাচের আগে তাই ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তা ছাড়া চোটের কারণে একাদশে নেই গ্যারেথ বেলও।
বড় তারকাদের অনুপস্থিতিতে রিয়াল মাদ্রিদকে লা লিগার ম্যাচে জয় পেতে বেশ বেগ পেতে হয়েছে। শনিবার রাতে স্পোর্টিং গিজনের বিপক্ষে অনেক কষ্টে ৩-২ গোলে জিতেছে রিয়াল। বলা যায়, এ ম্যাচে হোঁচট খেতে গিয়েও বেঁচে যায় তারা।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় স্পোর্টিং গিজন। মিকেল ভেসগার উঁচু পাসে বল সরাসরি জালে পাঠিয়ে দেন ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড দুয়ে কপ (১-০)। অবশ্য এ ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ১৭ মিনিটে অনেকটা একক নৈপুণ্যে ম্যাচে সমতায় ফেরে রিয়াল ফরোয়ার্ড ইসকোর গোলে (১-১)।
৫০ মিনিটে গিজন আবার এগিয়ে যায় স্প্যানিশ ফরোয়ার্ড ভেসগার গোলে। এর নয় মিনিট পর দানিলোর মাপা ক্রসে দূরের পোস্ট দিয়ে মোরাতার হেডে গোল করে আবার ম্যাচে সমতায় ফেরে রিয়াল।
এই ব্যবধানে ম্যাচ যখন শেষ হতে চলছিল, ঠিক তখন গোল করে রিয়ালকে পয়েন্ট খোয়ানোর হাত থেকে রক্ষা করেন ইসকো। ম্যাচের একেবারেই শেষ মুহূর্তে গোলটি করে দলকে জয় পাইয়ে দেন তিনি।
এই জয়ে ৩১ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে রিয়াল। এক ম্যাচ বেশি খেলা বার্সেলোনা পিছিয়ে আছে ৩ পয়েন্ট।