এ যেন মেসির হারিয়ে যাওয়া ভাই!
খুব ছোটবেলায় মেলায় ঘুরতে ঘুরতে একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় দুই ভাই। বহু দিন পর আবার দেখা হয়ে যায় তাদের। গল্প সিনেমায় এমন দৃশ্যের দেখা অনেকই মিলেছে। কিন্তু বাস্তবেও কি ঘটে নাকি এমন ঘটনা? সেটাও আবার এ সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির সঙ্গে?
গাঁজাখুরি গল্প বলে হয়তো গালিই দিয়ে বসবেন অনেকে। কিন্তু একদম মেসির মতোই দেখতে এক ব্যক্তির সন্ধান পাওয়া গেছে ইরানে। দুজনের চেহারায় এতটাই মিল যে, কোনোভাবেই বলার উপায় থাকবে না কে আসল মেসি। পাশাপাশি দাঁড়ালে সত্যিই মনে হবে, দুজন যেন যমজ ভাই!
হুবহু মেসির মতো দেখতে এই ভদ্রলোকের নাম রিজা পেরেস্তেজ। ফুটবল খেলতে না পারলেও খেলাটার প্রচণ্ড ভক্ত তিনি। আর আর্জেন্টাইন তারকা মেসির খেলা দেখার জন্য যে তিনি প্রায়ই টেলিভিশনের সামনে বসে যান তা আর বলার অপেক্ষা রাখে না। গোল করার পর মেসি যেভাবে উদযাপনে মেতে ওঠেন, তিনিও তখন সেভাবে দুই হাত ছড়িয়ে কিছুক্ষণ উল্লাস করে নেন।
ইরানের রাস্তায় হাঁটতে গিয়েও অনেকের কাছ থেকেই তিনি শোনেন মেসি ডাক। অনেকে আবার এগিয়ে এসে সেলফিও তোলেন তাঁর সঙ্গে। আর সেই ছবি প্রকাশ করার পর সত্যিই বোঝার কোনো উপায় থাকে না যে, ছবিটা আসল মেসির সঙ্গে তোলা নাকি নকল মেসির সঙ্গে।
২০১৬ সালে হঠাৎ দাড়ি রাখা শুরু করেছিলেন মেসি। সে সময় তিনি এটাকে বর্ণনা করেছিলেন সৌভাগ্যের প্রতীক হিসেবে। এরপর সে বছরের কোপা আমেরিকা শেষে চুল-দাড়িতে সোনালি রংও করিয়েছিলেন এ সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। এটার পর থেকে রিজা পেরেস্তেজের সঙ্গে হুবহু মিলে গেছে মেসির চেহারা। সবাই রিজাকে ডাকতে শুরু করেছে মেসি বলে।