সামার হিট ক্যারমে সেরা হেমায়েত-নাসরিন
সামার হিট ওপেন ক্যারম টুর্নামেন্টের পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন হেমায়েত মোল্লা। আর মহিলা বিভাগের শিরোপা জিতেন আফসানা নাসরিন। বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
গত ১৩-১৫ জুন অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। প্রতিযোগিতার পুরুষ বিভাগে হেমায়েত চ্যাম্পিয়ন হলেও রানারআপ হয়েছেন আলী রবিন এবং তৃতীয় হন আশরাফুল ইসলাম।
এ ছাড়া মহিলা বিভাগে নাসরিন চ্যাম্পিয়ন, ফারহানা নাসরিন লিপি রানারআপ ও সাবিনা ইয়াসমিন তৃতীয় হন।