শেষ চারে চিলির সামনে পেরু
গতবারের চ্যাম্পিয়ন উরুগুয়েকে বিদায় করে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে স্বাগতিক চিলি। ২৯ জুন শেষ চারে তাদের প্রতিপক্ষ পেরু। কোয়ার্টার ফাইনালে চিলি ১-০ গোলে হারিয়েছে উরুগুয়েকে। শেষ আটের অন্য লড়াইয়ে স্ট্রাইকার পাওলো গেরেরোর হ্যাটট্রিকে পেরু সহজেই ৩-১ গোলে জিতেছে বলিভিয়ার বিপক্ষে।
উরুগুয়ের বিপক্ষে জয় পেতে ভালোই ঘাম ঝরাতে হয়েছে চিলিকে। দীর্ঘ প্রতীক্ষার পর ৮১ মিনিটে স্বাগতিকদের জয়সূচক গোলদাতা ডিফেন্ডার মাউরিসিও ইসলা। ৬৩ মিনিটে তারকা স্ট্রাইকার এদিনসন কাভানির লাল কার্ডের ধাক্কা সামলে উঠতে পারেনি উরুগুয়ে। কোপা আমেরিকার রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা অবশ্য ১০ নয়, ৯ জন নিয়ে খেলা শেষ করেছে। ৮৮ মিনিটে কাভানির মতোই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন ডিফেন্ডার হোর্হে ফুসিলে।
বলিভিয়ার বিপক্ষে জয় পেতে তেমন সমস্যা হয়নি পেরুর। ২০ ও ২৩ মিনিটে গেরেরোর লক্ষ্যভেদে ২-০ গোলে এগিয়ে যায় প্রতিযোগিতার দুবারের চ্যাম্পিয়নরা।
৭৪ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি দলের জয়ও নিশ্চিত করে ফেলেন এই স্ট্রাইকার। ৮৪ মিনিটে পেনাল্টি থেকে বলিভিয়ানদের সান্ত্বনাসূচক গোলদাতা মার্সেলো মোরেনো।