জকোভিচের কোচ হলেন আগাসি
বিশ্বের দ্বিতীয় শীর্ষ টেনিস তারকা নোভাক জকোভিচের কোচ হলেন সাবেক নম্বর ওয়ান তারকা আন্দ্রে আগাসি। তবে কোচের সঙ্গে দীর্ঘদিনের চুক্তি করেননি জকোভিচ। আগামী ফরাসি ওপেন পর্যন্ত আগাসির সঙ্গে কাজ করবেন তিনি। সম্প্রতি রোম ওপেনের ফাইনালে হারের পর নিজের কোচিং স্টাফ পরিবর্তন করার সিদ্ধান্ত নেন জকোভিচ।
রোম ওপেনের ফাইনালে আলেকজান্ডার জাভারেভের কাছে মাত্র এক ঘণ্টা ২১ মিনিট সময়ের মধ্যেই হেরে যান জকোভিচ। সরাসরি সেটে ৬-৪, ৬-৩ গেমে পর্যদুস্ত হন জকোভিচ। এরপরই মূলত কোচিং স্টাফ বদলের সিদ্ধান্ত নেন এই সার্বিয়ান তারকা। এর আগে গত ডিসেম্বরে জকোভিচের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান জার্মান গ্রেট বরিস বেকার।
আন্দ্রে আগাসির কোচ হিসেবে নিয়োগের প্রসঙ্গে জকোভিচ বলেন, কয়েক সপ্তাহ ধরে আন্দ্রের সঙ্গে ফোনে কথা হচ্ছে। কোচ হিসেবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেই আমার। সেটা ভবিষ্যতে দেখা যাবে। সামনে ফ্রেঞ্চ ওপেন। সেখানে তাঁর সঙ্গে আরো ভালো বোঝাপড়া হবে আশা করছি।’
কোচ হিসেবে আন্দ্রে আগাসি প্রসঙ্গে অবশ্য প্রশংসাই ঝরল জকোভিচের মুখ থেকে। ‘খেলোয়াড় হিসেবে সে দারুণ ছিল। আশা করি নতুন দায়িত্বেও সে সফল হবে।’ তবে কোচ হিসেবে আগাসি কিন্তু মোটেও অভিজ্ঞ নন। ২০০৬ সালে টেনিস ক্যারিয়ার শেষ করেন আগাসি। কোচ হিসেবে এটাই আগাসির প্রথম মিশন।