ইউসিবিতে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের টিকিট
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের টিকিট পাওয়া যাবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি)। প্রতি ম্যাচের দুদিন আগে ইউক্যাশের মাধ্যমে টিকিট কেনা যাবে। আর সরাসরি টিকিট কেনা যাবে ম্যাচের আগের দিন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইউসিবির ঢাকার পাঁচটি ও চট্টগ্রামের চারটি শাখায় টিকিট পাওয়া যাবে। ঢাকার শাখাগুলো হলো উত্তর বাড্ডার প্রগতি সরণি, ধানমণ্ডির মিরপুর রোড, শান্তিনগর, উত্তরা ও মিরপুর সেকশন ৬। আর চট্টগ্রামে ইউসিবির হালিশহর, দামপাড়া, মুরাদপুর ও আন্দরকিল্লা শাখা থেকে টিকিট কিনতে পারবে ক্রিকেটভক্তরা।
মিরপুরে ৫ ও ৭ জুলাই দুটি টি-টোয়েন্টি এবং ১০ ও ১২ জুলাই প্রথম দুই ওয়ানডের টিকিটের দাম– বিসিবি হসপিটালিটি লাউঞ্জ তিন হাজার, গ্র্যান্ড স্ট্যান্ড তিন হাজার, ভিআইপি স্ট্যান্ড এক হাজার, শহীদ মুস্তাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড ৫০০, উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড ২৫০ এবং পূর্ব স্ট্যান্ড ১৫০ টাকা।
৩০ জুলাই থেকে ৩ আগস্ট মিরপুর টেস্টের টিকিটের দাম – বিসিবি হসপিটালিটি লাউঞ্জ এক হাজার, গ্র্যান্ড স্ট্যান্ড ৫০০, ভিআইপি স্ট্যান্ড ৩০০, শহীদ মুস্তাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড ২০০, উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড ৮০ এবং পূর্ব স্ট্যান্ড ৫০ টাকা।
১৫ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডের টিকিটের দাম– গ্র্যান্ড স্ট্যান্ড তিন হাজার, আন্তর্জাতিক স্ট্যান্ড এক হাজার, ক্লাব হাউস ৫০০, পশ্চিম স্ট্যান্ড ২৫০ এবং পূর্ব স্ট্যান্ড ১৫০ টাকা।
২১ থেকে ২৫ জুলাই চট্টগ্রামে প্রথম টেস্টের টিকিটের দাম – গ্র্যান্ড স্ট্যান্ড ৫০০, আন্তর্জাতিক স্ট্যান্ড ৩০০, ক্লাব হাউস ২০০, পশ্চিম স্ট্যান্ড ৮০ এবং পূর্ব স্ট্যান্ড ৫০ টাকা।