বাজির দরে এগিয়ে আর্জেন্টিনা
কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্বাগতিক চিলি। একদিকে ঘরের মাঠে খেলার সুবিধা কাজে লাগিয়ে প্রথমবারের মতো লাতিন আমেরিকান ফুটবল-শ্রেষ্ঠত্বের মুকুট পড়তে চায় চিলি, অন্যদিকে তারকাসমৃদ্ধ আর্জেন্টিনা ২২ বছরের শিরোপা-খরা ঘোচাতে মরিয়া। বাংলাদেশ সময় শনিবার রাত ২টায় শুরু হতে যাওয়া ফাইনালে শেষ হাসি কে হাসবে, তার জন্য অপেক্ষার প্রহর গুনছে ফুটবলপ্রেমীরা। তবে এ মুহূর্তে বাজির দরে এগিয়ে আছে আর্জেন্টিনা। বেটিং ওয়েবসাইট অডচেকার ডটকম অনুযায়ী আর্জেন্টিনার দর ৪-৭। চিলির ৬-৪।
দুই ফাইনালিস্টই এখনো টুর্নামেন্টে অপরাজিত। চিলি কোয়ার্টার ও সেমিফাইনালে বাড়তি কিছু ‘সুবিধা’ পেয়েছে। দুই ম্যাচেই রেফারির বেশ কিছু সিদ্ধান্ত গেছে স্বাগতিকদের পক্ষে। লাল কার্ড দেখায় চিলির প্রতিপক্ষকে খেলতে হয়েছে ১০ বা নয়জনের দল নিয়ে।
আর্জেন্টিনা আছে দারুণ ছন্দে। কোয়ার্টার ফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে হারালেও সেমিফাইনালে প্যারাগুয়েকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছেন লিওনেল মেসি আর তাঁর সতীর্থরা। ফাইনালে তাই বাজির দরের পাশাপাশি মানসিকভাবেও এগিয়ে থাকার কথা আর্জেন্টাইনদের।
তবে যে-ই জিতুক, ফাইনালে তীব্র লড়াইয়ের জোরালো সম্ভাবনা। বাজির দরেও তার প্রতিফলন দেখা যাচ্ছে। আরেকটি বেটিং ওয়েবসাইট স্পোর্টিংবেট অনুযায়ী, ফাইনাল টাইব্রেকারে শেষ হওয়ার পক্ষে বাজির দর ১০-১।