টোকিওতে রোনালদোর সাইবার ক্লোন!
টোকিওতে একটি বৈদ্যুতিক পেশি উদ্দীপক যন্ত্রের বিজ্ঞাপনে অংশ নিতে গিয়ে ভীষণ অবাক ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর একটি মূর্তির হাত-পা-পেটে যন্ত্রটি লাগিয়ে প্রদর্শন করা হচ্ছে। জাপানের বিজ্ঞানীদের তৈরি মূর্তিটাকে বলা হচ্ছে রোনালদোর ‘সাইবার ক্লোন’।
হলিউডের একটি স্টুডিওর সহায়তায়, ১১০টি ক্ষুদ্র ক্যামেরা দিয়ে রোনালদোর শরীরের ত্রিমাত্রিক স্ক্যান করে তৈরি হয়েছে মূর্তিটা। মঞ্চে উঠে মূর্তিটা দেখে রিয়াল মাদ্রিদ তারকা উচ্ছ্বসিত, ‘এটা একেবারে নিখুঁত। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। বলতে বাধ্য হচ্ছি এটা দেখতে একদম আমার মতো। কথাটা না বললে আমাকে মিথ্যাবাদীই বলতে হবে।’
মূর্তিটা নিয়ে একটু মজাও করলেন অনুষ্ঠানের উপস্থাপক। মূর্তিটার পেটে খোঁচা মেরে রোনালদোকে বললেন, ‘ওহ, এখানে আপনার মুখটা তো একদম ছোট।’ এটা অবশ্য ঠাট্টা নয়, প্রশংসা। সুদর্শন বিদেশিদের এই কথা বলেই প্রশংসা করে জাপানের মানুষ।
পেশিবহুল মূর্তিটিকে দেখিয়ে এরপর রোনালদোকে উপস্থাপকের প্রশ্ন, ‘আপনি নাকি প্রতিদিন তিন হাজার বার উঠ-বস করেন?’ গত দুই বারের ফিফা বর্ষসেরা ফুটবলার অবশ্য সঙ্গে-সঙ্গে অস্বীকার করলেন তথ্যটা, ‘না, এটা সত্যি নয়। এটা ঠিক যে প্র্যাকটিসের পর আমি প্রতিদিন জিমে যাই। তবে আমি দিনে প্রায় ৩০০ বার উঠ-বস করি।’