মার্কিন ফুটবল কর্মকর্তা আজীবন নিষিদ্ধ
ফিফার দুর্নীতি-অনিয়ম নিয়ে বেশ কিছু দিন ধরেই তোলপাড় চলছে ফুটবল-দুনিয়ায়। তারই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের ফুটবল কর্মকর্তা চাক ব্লেজারকে আজীবন নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘ফিফা ও কনকাকাফের বিভিন্ন প্রভাবশালী পদে থাকার সময় অনেক অনিয়মের জন্ম দিয়েছিলেন ব্লেজার।’
৭০ বছর বয়সী ব্লেজার অবশ্য নিজেই যুক্তরাষ্ট্রের তদন্তকারী কর্তৃপক্ষকে দুর্নীতির নানা তথ্য-প্রমাণ দিয়েছিলেন। বর্তমানে ক্যানসারের চিকিৎসার জন্য নিউইয়র্কের একটি হাসপাতালে আছেন তিনি।
১৯৯০ থেকে ২০১১ সাল পর্যন্ত ফিফার উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের (কনকাকাফ) দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন ব্লেজার। ১৯৯৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি ছিলেন ফিফার নির্বাহী কমিটিতে।
দক্ষিণ আফ্রিকাকে ২০১০ বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব দেওয়ার জন্য তিনি ও ফিফার নির্বাহী কমিটির কয়েকজন সদস্য ঘুষ নিতে রাজি হয়েছিলেন বলে স্বীকার করেছেন ব্লেজার। ফ্রান্সে অনুষ্ঠিত ১৯৯৮ বিশ্বকাপেও এমন ন্যক্কারজনক ঘটনা ঘটেছিল বলে জানিয়েছেন তিনি।