ফিফা র্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
বিশ্বকাপের পর কোপা আমেরিকাতেও আর্জেন্টিনার শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয়েছে ফাইনালে। টাইব্রেকারে চিলির কাছে হেরে আরো একবার হতাশার সাগরে ডুবতে হয়েছে আকাশি-সাদা জার্সিধারীদের। তবে ফিফার সর্বশেষ র্যাংকিং সান্ত্বনা দিতে পারে আর্জেন্টিনাকে। দীর্ঘ সাত বছর পর ফিফা র্যাংকিংয়ের শীর্ষে উঠেছে দুবারের বিশ্বকাপজয়ীরা।
গত বছরের জুলাইয়ে বিশ্বকাপ জিতে র্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেছিল জার্মানি। ঠিক এক বছর পর বিশ্বচ্যাম্পিয়নদের এক নম্বর জায়গা থেকে সরিয়ে দিয়েছে রানার্সআপ আর্জেন্টিনা। কোপা আমেরিকায় ২২ বছরের শিরোপাখরা ঘোচাতে না পারলেও আর্জেন্টাইনরা এখন র্যাংকিংয়ে সবার ওপরে। আগে তাদের অবস্থান ছিল তৃতীয়।
কোপা আমেরিকার চ্যাম্পিয়ন চিলি এগিয়েছে অনেকখানি। আট ধাপ ওপরে উঠে তাদের অবস্থান একাদশ। র্যাংকিংয়ে ওয়েলসের আরো বেশি উন্নতি হয়েছে। ১২ ধাপ এগিয়ে তারা উঠে এসেছে দশম স্থানে। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া ব্রাজিলের অবনতি হয়েছে। পঞ্চম থেকে ষষ্ঠ স্থানে নেমে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে জার্মানি, বেলজিয়াম, কলম্বিয়া ও নেদারল্যান্ডস।
গত মাসে বিশ্বকাপ বাছাইপর্বের দুটো ম্যাচ খেলেছিল বাংলাদেশ। প্রথমটিতে ৩-১ গোলে হেরেছিল কিরগিজস্তানের কাছে। আর দ্বিতীয়টি ১-১ গোলে ড্র করেছিল তাজিকিস্তানের সঙ্গে। এই পারফরম্যান্সের কারণে র্যাংকিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের। তিন ধাপ নেমে বাংলাদেশের অবস্থান এখন ১৬৯।