রিয়াল মাদ্রিদে ক্যাসিয়াস-যুগের অবসান
রিয়াল মাদ্রিদের যুব অ্যাকাডেমিতে যেদিন যোগ দিয়েছিলেন, তখন তাঁর বয়স মাত্র ৯ বছর। এরপর কেটে গেছে ২৫টি বছর। এই দীর্ঘ সময়েও রিয়ালের সঙ্গে ইকার ক্যাসিয়াসের বন্ধন ছিন্ন হয়নি। অবশেষে রিয়ালে ক্যাসিয়াস-যুগের অবসান হতে যাচ্ছে। সান্তিয়াগো বার্নাব্যুর সঙ্গে সম্পর্ক শেষ করে পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোয় যোগ দিতে যাচ্ছেন রিয়ালের সর্বকালের অন্যতম সেরা গোলরক্ষক।
এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, ‘রিয়াল মাদ্রিদ ও এফসি পোর্তো ইকার ক্যাসিয়াসের পর্তুগিজ ক্লাবটিতে যোগ দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। এই ক্লাবের অন্যতম সেরা গোলরক্ষকই শুধু নয়, আজ ক্লাব এবং স্প্যানিশ ফুটবল ইতিহাসের অসাধারণ এক গোলরক্ষক তাঁর ফুটবল-জীবনের নতুন মঞ্চে প্রবেশ করতে যাচ্ছেন।’
বিদায়বেলায় ক্যাসিয়াসকে ধন্যবাদ জানিয়ে রিয়ালের বিবৃতি, ‘ক্লাবকে অনেক কিছু দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ইকার। ধন্যবাদ আমাদের ইতিহাসের শ্রেষ্ঠত্বের প্রতীকে পরিণত হওয়ার জন্যও। আপনি চলে যাচ্ছেন ঠিকই, কিন্তু আমরা আপনাকে কখনোই ভুলব না। আপনি সব সময়ই রিয়াল মাদ্রিদের হৃদয়ের অন্তস্তলে থাকবেন।’
ক্যাসিয়াসকে আসলে কখনোই ভোলা সম্ভব নয় রিয়াল মাদ্রিদের। রিয়ালের মূল দলে ১৬ মৌসুম কাটিয়ে ১৯টি শিরোপা জিতেছেন তিনি। এর মধ্যে আছে পাঁচটি লা লিগা, তিনটি চ্যাম্পিয়নস লিগ আর দুটি কোপা দেল রের শিরোপা। ৭২৫টি ম্যাচ খেলার কথাও বলতে হবে। এত সব অর্জনের জন্যই রিয়াল-ভক্তরা তাঁর নাম দিয়েছিল ‘সেইন্ট ইকার’।
সেই ‘সেইন্ট ইকার’কে আর রিয়াল মাদ্রিদের জার্সিতে দেখা যাবে না। ‘রিয়ালের ক্যাসিয়াস’ পরিচয়কে পেছনে ফেলে তাঁর নতুন ঠিকানা এখন পোর্তো।