ঈদের নামাজে মুশফিকদের সঙ্গে আমলা, বের হলেন মুখ ঢেকে!
ক্রিকেট মাঠের ব্যাট-বলের লড়াই অনেকটাই বদলে দিয়েছে এবারের ঈদ পরিস্থিতি। ঈদের ঠিক তিনদিন আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের ঈদ আনন্দ বাড়িয়ে দিয়েছে বহুগুণে। তবে দক্ষিণ আফ্রিকা শিবিরে আবার ভিন্ন আবহ। সিরিজ হারের হতাশা নিয়ে ভিনদেশে ঈদ করতে হচ্ছে হাশিম আমলাদের। চট্টগ্রামে ঈদের নামাজ পড়তে এসেও তাই সংবাদকর্মীদের এড়িয়ে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।
চট্টগ্রামের পুলিশ লাইন মসজিদে একসঙ্গেই নামাজ পড়েছেন টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম ও হাশিম আমলা। নামাজ শেষ করে মুশফিক বেরিয়ে গেছেন স্বাভাবিকভাবে। তবে অনেক রাখঢাক করেছেন আমলা। নামাজ শেষে বেরিয়ে যাওয়ার সময় মাথা পুরোপুরি ঢেকে রেখেছিলেন। কথা বলেননি কোনো গণমাধ্যমকর্মীর সঙ্গেও।
চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে শেষ করে আর ঢাকায় ফেরেননি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ২১ তারিখ থেকে ক্রিকেটের আদি ফরম্যাটে জয়ের লড়াইয়ে নামবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা।