ফিফা সভাপতি লড়াইয়ে জিকো-প্লাতিনি!
ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার প্রধান মিশেল প্লাতিনি ফিফা সভাপতি পদে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। ফ্রান্সের এই কিংবদন্তি ফুটবলারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে খবরটি জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। ফিফা সভাপতি হওয়ার ইচ্ছা পোষণ করেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিকোও।
আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জুরিখে বিশেষ কংগ্রেসে ফিফার পরবর্তী সভাপতি নির্বাচন করা হবে।
১৯৯৮ সাল থেকে দীর্ঘ ১৭ বছর ফিফা সভাপতির আসনে সেপ ব্ল্যাটারের অধিষ্ঠান। গত ২৯ মে টানা পঞ্চমবারের মতো সভাপতি নির্বাচিত হলেও চার দিন পরই সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে হৈচৈ ফেলে দিয়েছিলেন ৭৯ বছর বয়সী এই সুইস।
ওই নির্বাচনের ঠিক দুই দিন আগে ফিফার দুর্নীতি-অনিয়ম-ঘুষ কেলেঙ্কারি তোলপাড় ফেলে দেয় ফুটবল বিশ্বে। পুলিশি অভিযান চালানো হয় ফিফার সদর দপ্তরে। গ্রেপ্তার করা হয় ফিফার সাতজন উচ্চপদস্থ কর্মকর্তাকে। সেই ডামাডোলের মধ্যেই নির্বাচনে জিতে আবারও ফিফা সভাপতি হয়েছিলেন ব্ল্যাটার। কিন্তু দায়িত্বটা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়ে সবাইকে অবাক করে দেন তিনি। তারপর থেকেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার পরবর্তী সভাপতি নিয়ে ফুটবলভক্তদের মনে নানা জল্পনা-কল্পনা।
২০০৭ সাল থেকে উয়েফার সভাপতির দায়িত্ব পালন করছেন প্লাতিনি। এবার ফুটবলের সবচেয়ে ক্ষমতাধরের আসনে বসার লড়াইয়ে নামতে যাচ্ছেন ফ্রান্সের ১৯৮৪ ইউরো জয়ের অন্যতম নায়ক। ব্রাজিলের সাবেক তারকা জিকো আগেও একবার ফিফা সভাপতি নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন। কিন্তু সেবার ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সমর্থন পাননি।
১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিলেন প্লাতিনি ও জিকো। সেই ম্যাচে ৭১ মিনিটে বদলি হিসেবে মাঠে নামার কিছুক্ষণ পর পেনাল্টি মিস করেছিলেন জিকো। পরে টাইব্রেকারে জিকো সফল হলেও প্লাতিনি গোল করতে পারেননি। তবে বিশ্বকাপের সর্বকালের অন্যতম সেরা ম্যাচের স্বীকৃতি পাওয়া সেই কোয়ার্টার ফাইনাল ফ্রান্সই জিতেছিল। এবার দুই কিংবদন্তির ভোটের লড়াই দেখার অপেক্ষায় ফুটবল-ভক্তরা।