ম্যারাডোনার নতুন মিশন
তিনি সব সময় ফিফার দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে সোচ্চার, কড়া সমালোচক। গত মে মাসে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফিফার সাত শীর্ষ কর্মকর্তার গ্রেপ্তার এবং তার কয়েক দিন পর আবার সভাপতি নির্বাচিত হয়েও সেপ ব্ল্যাটারের সরে দাঁড়ানোর ঘোষণায় তাই দারুণ খুশি হয়েছিলেন। যদিও ডিয়েগো ম্যারাডোনার বিশ্বাস, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এখনো পুরোপুরি স্বচ্ছ হয়ে ওঠেনি; বরং বেশ কিছু ‘মাফিয়া’র হাতে জিম্মি হয়ে আছে। ফিফাকে মাফিয়ামুক্ত করতে লড়াইয়ের ঘোষণাও দিয়েছেন আর্জেন্টিনার ফুটবল-কিংবদন্তি।
‘এখনো ফিফার ভেতরে থাকা মাফিয়াদের বিরুদ্ধে আমাকে লড়াই করতে হবে। যারা দীর্ঘদিন ফিফার ভেতরে থেকে চুরি করে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আমি লড়াই করতে চাই’—বুয়েনস এইরেসের টিভি চ্যানেল ‘আমেরিকা’র সঙ্গে কথা বলার সময় ম্যারাডোনার মন্তব্য।
দীর্ঘ ১৭ বছর ফিফা সভাপতির দায়িত্বে থাকা ব্ল্যাটারের সব সময়ই তীব্র সমালোচনা করেন ম্যারাডোনা। তাঁর অভিযোগ, ব্ল্যাটারের জন্যই ফিফা আজ ‘অপরাধীদের সংগঠনে’ পরিণত হয়েছে। ‘আমেরিকা’কে দেওয়া সাক্ষাৎকারে ফিফাকে কলঙ্কমুক্ত করার ঘোষণা দিতে গিয়ে একটা অশালীন শব্দও ব্যবহার করলেন আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক, ‘নিজের স্বার্থেই এসব ইয়াঙ্কির বিরুদ্ধে পদক্ষেপ নিতে চাই। আর এই ইয়াঙ্কিরা সাংঘাতিক।’ স্প্যানিশ ভাষাভাষীরা মার্কিনিদের হেয় করতে ‘ইয়াঙ্কি’ শব্দটা ব্যবহার করেন।
গত মাসে এক ঘনিষ্ঠ বন্ধুকে ম্যারাডোনা বলেছিলেন, ফিফার পরবর্তী সভাপতি নির্বাচনে তিনি অংশ নিতে আগ্রহী। তবে টিভি চ্যানেলটির সঙ্গে কথা বলার সময় এ সম্পর্কে পরিষ্কার করে কিছু বলেননি আর্জেন্টিনার সাবেক কোচ, ‘আমি সত্যিই ফিফায় থাকতে চাই।’