ব্র্যাডম্যান জাদুঘর নিয়ে ঝামেলা
কিছু কিছু মানুষকে পরিবার-আত্মীয়তার ছোট্ট গণ্ডিতে বেঁধে রাখা যায় না। ক্রিকেট-কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান তেমনই একজন মানুষ। সর্বকালের সেরা ব্যাটসম্যানের স্মৃতি সংরক্ষণের জন্য বিভিন্ন সময়ে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। কিন্তু একটি উদ্যোগ কিছুতেই মেনে নিতে পারছেন না ব্র্যাডম্যানের স্বজনরা।
১৯৮৭ সালে ব্র্যাডম্যানের জীবদ্দশায় তাঁর সম্মতিতেই প্রতিষ্ঠা করা হয়েছিল ব্র্যাডম্যান ফাউন্ডেশন। সেই প্রতিষ্ঠানের উদ্যোগে ২০১০ সালে তাঁর ছেলেবেলার শহর বাউরালে উদ্বোধন করা হয়েছিল ব্র্যাডম্যান জাদুঘর। সেটা এখন সম্প্রসারণ করতে চায় ব্র্যাডম্যান ফাউন্ডেশন।
কিন্তু এ পরিকল্পনার সঙ্গে একমত হতে পারছেন না ব্র্যাডম্যানের নিকটাত্মীয়রা। তাঁর ছেলে জন ব্র্যাডম্যান বলেছেন, ‘তিনি সব সময় চাইতেন, জাদুঘরটা যেন একটা স্থানীয় ছোট্ট প্রতিষ্ঠান হয়ে থাকে। এটাকে অনেক বড় করার সিদ্ধান্ত নিঃসন্দেহে তিনি সমর্থন করতেন না।’
কর্তৃপক্ষ অবশ্য ব্যাটিং-কিংবদন্তির ছেলের ব্যাখ্যা মেনে নিতে পারছে না। ব্র্যাডম্যান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রিনা হোরের দাবি, ব্র্যাডম্যানের অবিশ্বাস্য কীর্তি সবাইকে ভালোভাবে জানানোর তাগিদ থেকেই তাঁদের এ উদ্যোগ, ‘নতুন অনেক দর্শক যেন এখানে আসে, আমরা তা নিশ্চিত করতে চাই। স্যার ব্র্যাডম্যানের সময়ে ক্রিকেটের যে অবস্থা ছিল, তার চেয়ে এখন খেলাটা অনেক বেশি জনপ্রিয়।’
১৯২৮ সালে টেস্ট অভিষেকের পর ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ব্যাট হাতে একের পর এক বিস্ময়ের জন্ম দিয়েছেন ব্র্যাডম্যান। ৫২ টেস্টে ৮০ ইনিংসে ২৯টি শতকসহ ৬,৯৯৬ রান করা এই মহান ক্রিকেটারের ব্যাটিং গড় অবিশ্বাস্য, ৯৯.৯৪! ২০০১ সালের ২৫ ফেব্রুয়ারি ৯২ বছর বয়সে পরলোকে পাড়ি জমালেও তাঁকে কোনো দিন ভুলতে পারবে না ক্রিকেট-দুনিয়া।