জাহাঙ্গীরনগরে প্রিয় বিভাগে মুশফিক
বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। শুধু ক্রিকেটার নয়, ছাত্র হিসেবেও হিসেবে তিনি দুর্দান্ত। জাতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হওয়ার পরও লেখাপড়ায় কখনো বিরতি দেননি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে সাফল্যের সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন। প্রথম শ্রেণি পেয়েছেন দুই পরীক্ষাতেই।
লেখাপড়া শেষ হলেও বিভাগের সঙ্গে বন্ধন ছিন্ন হয়নি মুশফিকের। অবসর পেলেই ছুটে যান প্রিয় বিভাগে। সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনে ইতিহাস বিভাগের শিক্ষকদের সঙ্গে দেখা করেছেন তিনি। দেখা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফারজানা ইসলামের সঙ্গেও। বিখ্যাত ছাত্রকে কাছে পেয়ে সবাই ভীষণ খুশি।
শিক্ষকদের সঙ্গে দুটি ছবি ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে শেয়ার করেছেন মুশফিক। ছবির ক্যাপশনে ইংরেজিতে তিনি লিখেছেন, ‘প্রিয় শিক্ষকদের সঙ্গে ভালো কিছু সময় কাটিয়ে আসলাম। কয়েকজন প্রিয় শিক্ষকের সঙ্গে দেখা হয়নি। তাঁদের নির্দেশনা এবং সহযোগিতার জন্য আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন মুশফিক। বিপুল জনপ্রিয়তার কারণে ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব ‘র্যাগ’- এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ‘র্যাগ রাজা’ নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান।