আশা জাগিয়েও পারেননি সুলতানা ও শাকিল
গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে আগেরদিনই দারুণ সাফল্য এনে দিয়েছেন শুটার আবদুল্লাহ হেল বাকী। শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেলে বাংলাদেশকে রৌপ্যপদক এনে দিয়েছিলেন তিনি। আজ সোমবারও বেশ আশাবাদী করে তুলেছিলেন দুই বাংলাদেশি শ্যুটার। ফাইনালে উঠেও শেষ পর্যন্ত হতাশ করেছেন তাঁরা।
মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে উম্মে সুলতানা চতুর্থ হন। এই ইভেন্টে বাংলাদেশের আরেক প্রতিযোগী সাইদা হাসান ৪০৭.৪ স্কোর করে দশম হওয়ায় ফাইনালে উঠতে পারেননি।
এদিন ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তলের শাকিল আহমেদ ষষ্ঠ হন। বাছাই পেরিয়ে ফাইনালে উঠেও তিনি হতাশ করেন। এই ইভেন্টে বাংলাদেশের আরেক প্রতিযোগী আনোয়ার হোসেন ১৩তম হয়েছেন।
আগেরদিন বাংলাদেশি শ্যুটার বাকী স্বর্ণপদক জয়ের আশা জাগিয়েও রুপা পেয়ে সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। ২৪৪.৭ স্কোর করেন তিনি। স্বর্ণপদক জেতা অস্ট্রেলিয়ার ডেইন স্যাম্পসন করেছেন ২৪৫.৪ স্কোর। আর ভারতের রবি কুমার ২২৪. ১ স্কোর করে পান ব্রোঞ্জ।