১০ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থায় নতুন কমিটির অনুমোদন
সরকার পতনের পর গত বছরের ২১ আগস্ট ভেঙে দেওয়া সারা দেশের সব জেলা-বিভাগীয় ও উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে পরবর্তীতে গঠিত হয় অ্যাডহক কমিটি। সাড়ে চার মাস পর নতুন করে অনুমোদন পেল ১০টি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি। এক প্রজ্ঞাপনে এনএসসি অনুমোদন দিয়েছে কমিটিগুলোকে।
প্রথম ধাপে প্রকাশিত ১০টি ক্রীড়া সংস্থা হলো–কুমিল্লা, ঝিনাইদহ, ভোলা, ঝালকাঠি, মাগুরা, বগুড়া, মেহেরপুর, জামালপুর, চুয়াডাঙ্গা ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি পদাধিকার বলে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার। এ ছাড়া প্রতিটি কমিটিতে একজন করে ছাত্র প্রতিনিধি ও সাংবাদিক সদস্য হিসেবে রয়েছেন।
এনএসসির অনুমোদন সাপেক্ষে ৯টি জেলা ও বিভাগে সাত সদস্যের কমিটি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি সব জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েনের (বিওএ) নির্বাচনের আগাম প্রস্তুতির জন্য জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থায় দুজন করে ক্রিকেট সংশ্লিষ্ট এবং অলিম্পিকের জন্য মনোনয়নযোগ্য আরও দুজন নাম প্রস্তাবের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রকাশিত কমিটিগুলোকেও এই নির্দেশনা অনুসরণ করে ২৯ জানুয়ারির মধ্যে কার্যক্রম গ্রহণের তাগিদ দিয়েছে এনএসসি।
ক্রীড়া পরিষদের সাত সদস্যের অ্যাডহক কমিটির রূপরেখায় বিভাগীয় ক্রীড়া সংস্থায় বিভাগীয় কমিশনার আহ্বায়ক ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালককে সদস্য সচিব রেখেছে। জেলা ক্রীড়া সংস্থায় জেলা প্রশাসক আহ্বায়ক ও জেলা ক্রীড়া অফিসার সদস্য সচিব। জেলা-বিভাগীয় উভয় পর্যায়ে সরাসরি ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি (খেলোয়াড়, কোচ ও রেফারি) দুজন, স্থানীয় প্রেক্ষাপটে সর্বজন গ্রহণযোগ্য একজন ক্রীড়ানুরাগী, একজন ছাত্র প্রতিনিধি ও একজন ক্রীড়া সাংবাদিক একজন রাখার নির্দেশনা রয়েছে।
প্রথম ধাপে ১০টি কমিটির পর অনুমোদনের অপেক্ষায় আছে পঞ্চগড়, লালমনিরহাটসহ আরও কয়েকটি জেলার কমিটি।