অবিশ্বাস্য হারে বিদায় বার্সেলোনার
চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচের আগে রোমা কোচ ফ্রান্সেসকো বলেছিলেন, তিনি এখনো বিশ্বাস করেন, তাঁর ছেলেদের বার্সাকে হারানোর ক্ষমতা আছে। কথাটা যে তিনি ভুল কিছু বলেননি, তার প্রমাণ দিলেন গতকাল রাতে। অলিম্পিকো রোমা স্টেডিয়ামে ম্যাচের ৮২ মিনিটে মানোলাসের হেডে গোল করার সঙ্গে সঙ্গেই আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে পুরো রোমা স্টেডিয়াম। ওই গোলেই যে নিশ্চিত হয়ে যায় বার্সার চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়।
প্রথম লেগ ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে গেলেও দ্বিতীয় লেগে ৩-০ গোলের জয় দিয়ে সেমিতে উঠে গেছে রোমা। দুই লেগ মিলিয়ে ৪-৪ গোলের সমতা থাকলেও বার্সেলোনার মাঠে গিয়ে গোল করার সুবিধা নিয়ে শেষ চারের টিকেট পেয়ে গেছে ইতালিয়ান ক্লাবটি। পিএসজির বিপক্ষে বার্সেলোনার ৬-১ গোলের ঐতিহাসিক এক কামব্যাকের মতোই রোমা এবার বার্সেলোনাকেই সেই রকম একটি পরাজয়ের স্বাদ উপহার দিল।
ম্যাচের শুরু থেকেই বাজে খেলতে থাকে ভালভার্দের দল। ৪-৪-২ ফরমেশনে একদমই খাপ খাইয়ে নিতে পারছিলেন না মেসি-সুয়ারেজরা। ফলে ম্যাচের ছয় মিনিটের মাথাতেই জেকোর গোলে এগিয়ে যায় রোমা। ম্যাচের ২৬ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও ব্যর্থ হন জেকো। ৪১ মিনিটে বার্সেলোনা ফ্রিকিক পেলেও সেটিকে গোলে পরিণত করতে পারেননি লিওনেল মেসি। গোলশূন্য থেকে ভগ্নমনোরথে প্রথমার্ধ শেষ করে বার্সেলোনা।
বিরতি থেকে ফিরে বরাবরের মতো বার্সার জ্বলে ওঠার কথা থাকলেও গোলের সুযোগ তৈরি করতে থাকে রোমা। ম্যাচের ৫৭ মিনিটে রোমার স্ট্রাইকার জেকোকে ডি-বক্সের ভেতর পিকে ফাউল করলে পেনাল্টি পায় রোমা। সেখান থেকে গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে দেন ড্যানিয়েল দি রসি।
০-২ গোলে পিছিয়ে থেকেও বার্সার খেলায় ছিল না কোনো প্রাণ। উল্টো ম্যাচের ৮২ মিনিটে মানোলাসের গোলে বার্সেলোনার স্বপ্নভঙ্গ হয়। এই ম্যাচে একদমই নিষ্প্রভ ছিলেন বার্সেলোনার সেরা তারকা লিওনেল মেসি। দলের প্রয়োজনে তিনি জ্বলে উঠতে ব্যর্থ হন। এই হারের ফলে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল খেলার স্বপ্ন তো শেষই, উপরন্তু বার্সেলোনার ট্রেবল জয়ের স্বপ্নও শেষ হয়ে গেল।