রোনালদোর নতুন রেকর্ডের ম্যাচে আল-নাসেরের জয়
ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স ৪০ হতে বাকি আছে ১৫ দিনের কম সময়। এই বয়সে তিনি খেলা চালিয়ে যাচ্ছেন, এটিই হতে পারত অনেক বড় ব্যাপার। কিন্তু, রোনালদো যে নিজেকে এত অল্পতে বেঁধে রাখতে চান না। জাতীয় দল ও ক্লাবের হয়ে নিজের খেলা সর্বশেষ আট ম্যাচে করেছেন ১১ গোল। প্রতিনিয়িত নিজের সঙ্গে চ্যালেঞ্জ নেওয়া সিআরসেভেন গড়লেন আরও একটি ইতিহাস। সঙ্গে ক্লাব আল-নাসেরকে এনে দিলেন ৩-১ গোলের জয়।
সৌদি প্রো লিগের ম্যাচে মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে মুখোমুখি হয় আল-নাসের ও আল-খালিজ। খালিজের ঘরের মাঠ প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ স্টেডিয়ামে রোনালদো দেখান নিজের নৈপুণ্য। গোলশূন্য প্রথমার্ধের পর ৬৫ মিনিটে নাসেরকে এগিয়ে নেন অধিনায়ক রোনালদো। ৮০ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান খালিজ তারকা কসটাস।
৮১ মিনিটে নাসেরকে এগিয়ে নেন সুলতান আল-ঘান্নাম। আর ম্যাচের যোগ করা সময়ের অষ্টম মিনিটে (৯০+৮) দলকে ৩-১ গোলে এগিয়ে নেন রোনালদো। ম্যাচে সিআরসেভেনের করা প্রথম গোলটি ছিল সৌদি ক্লাব আল-নাসেরের জার্সিতে তার শততম গোল। সেখানেই না থেমে একই ম্যাচে গোলসংখ্যা বাড়িয়ে করেন ১০১।
আল-নাসেরের জার্সিতে শততম গোলের মাইলফলক স্পর্শ করা তৃতীয় ফুটবলার তিনি। তার ওপরে আছেন আব্দেররাজ্জাক হামদাল্লাহ (১১২) ও মোহাম্মদ আল-শাহলয়ি (১২১)। আল-নাসেরের জার্সিতে মাত্র ৯২ ম্যাচে শততম গোলের মাইলফলক স্পর্শ করলেন রোনালদো।
ইউরোপের শীর্ষ তিন লিগের তিনটি আলাদা ক্লাবের হয়ে শত গোলের মাইলফলক ছুঁয়ে আগেই রেকর্ড গড়েছিলেন পর্তুগিজ অধিনায়ক। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের পর এবার শতগোলের সীমানা পার করলেন আল-নাসেরেও।