বিসিএলে তুষারের জোড়া সেঞ্চুরি
প্রথম শ্রেণির ক্রিকেটে মাস কয়েক আগেই ছাড়িয়েছেন ১০ হাজার রানের মাইলফলক, তাও প্রথম বাংলাদেশি হিসেবেই। প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি শতক হাঁকানোর রেকর্ডটাও তাঁর। তবুও একটা আক্ষেপ ছিল তুষার ইমরানের। এক ম্যাচের দুই ইনিংসে সেঞ্চুরি পাওয়ার রেকর্ডটা ছিল অধরা। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) মঞ্চে আজ শুক্রবার পেয়ে গেলেন সেটাও।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিসিএলের লড়াইয়ে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে খেলছে তুষারের প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। ম্যাচের প্রথম ইনিংসে দারুণ শতক হাঁকিয়েছিলেন তুষার। ১৩০ রানের সে ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ডানহাতি এই ব্যাটসম্যান দেখা পেলেন সেঞ্চুরির। প্রথম শ্রেণির ক্রিকেটে এই নিয়ে তুষারের শতক সংখ্যা দাঁড়াল ২৮টিতে।
আগের দিনের অপরাজিত থাকা ৪৬ রান নিয়ে শেষদিনে মাঠে নেমেছিলেন তুষার। ৮৪ বলে তুলে নিয়েছিলেন অর্ধশতক। এরপর ১৪৪ বলে ১২ চার আর দুই ছক্কায় তুলে নিয়েছেন নিজের শতক। তুষারকে অবশ্য আউট করতে পারেনি পূর্বাঞ্চলের কোনো বোলার। ১৪৫ বলে ১০৩ রান করে প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি রান সংগ্রহ করা বাংলাদেশি এই ব্যাটসম্যান সাজঘরে ফিরে গেছেন স্বেচ্ছা অবসরে।
তুষারের দুই শতকে ভর করে দক্ষিণাঞ্চল ৪১৫ রানের বড় সংগ্রহ ছুড়ে দিয়েছে পূর্বাঞ্চলের সামনে। সে লক্ষ্যে এখন ব্যাট করছে পূর্বাঞ্চল। দলের হয়ে সেঞ্চুরির দেখা পেয়েছেন লিটন দাসও। উইকেটরক্ষক-ব্যাটসম্যানের ১১তম শতক হাঁকানোর দিন আফিফ হোসেনও হাঁটছেন সে পথেই। ৯২ রানে অপরাজিত আছেন তরুণ এই অলরাউন্ডার। দ্বিতীয় উইকেটে দুজনের ১৯৮ রানের অবিচ্ছেদ্য জুটিতে পূর্বাঞ্চলের সংগ্রহ এক উইকেট হারিয়ে ২১৭ রান।