লিটনের ব্যাট হাসছেই
বাংলাদেশ জাতীয় দলে লিটন দাস নিজের নামের প্রতি তেমন সুবিচার করতে পারেন না। কালেভদ্রে জ্বলে ওঠে তাঁর ব্যাট। এ নিয়ে কম সমালোচনার শিকার হননি তিনি। ব্যর্থতার দায় ভার কাঁধে নিয়ে দল থেকে বাদও পড়তে হয়েছে এই তারকাকে। তবে ঘরোয়া লিগে ব্যাট হাতে অচেনা লিটনকে দেখা যায়। জাতীয় দলে ব্যর্থ লিটনের ব্যাট হেসে ওঠে ঘরোয়া লিগের যেকোনো আসরে। এবার বাংলাদেশ ক্রিকেট লিগের আসরে তেমনটাই দেখা গেল। দুর্দান্ত এক সেঞ্চুরির মাধ্যমে দলকে ড্র করতে দারুণ ভূমিকা রাখেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট লিগে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল চার দিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল একে অপরের। টসে জিতে পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চলকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। দক্ষিণাঞ্চলের ৪০৩ রানের বড় লিডের বিপরীতে পূর্বাঞ্চলের ৩০০ রানের প্রথম ইনিংসেও ছিল লিটনের অবদান। ব্যাট হাতে তিনি খেলেন ৭৫ রানের ইনিংস।
দ্বিতীয় ইনিংসে কম বল খরচায় ১১৩ রানের অপরাজিত ইনিংস খেলেন লিটন দাস। ১২৯ বল খেলে ১১টি চার ও চারটি ছয়ের সাহায্যে এই রান তোলেন তিনি। দক্ষিণাঞ্চলের দুই ইনিংসের বড় রানের বিপরীতে লিটনের শতক দলকে ড্রয়ের পথে এগিয়ে নিতে সাহায্য করে। অবশ্য পূর্বাঞ্চলের পক্ষে আফিফ হোসেনও শত রানে দলে মূল্যবান অবদান রাখেন।