সেল্টা ভিগোতে আটকে গেল বার্সেলোনা
লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে ছাড়াই প্রথম একাদশ সাজিয়েছিলেন বার্সেলোনার কোচ আর্নেস্তো ভালভার্দে। আর তার খেসারতও দিতে হয় তাঁকে। কম শক্তিশালী দলটার বিপক্ষে কোনোমতে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে বার্সা। অবশ্য সামনে কোপা দেল রের ফাইনাল। সেই ফাইনালকে সামনে রেখেই মূলত দলের মূল খেলোয়াড়দের প্রায় সবাই বিশ্রামে ছিলেন।
মেসি, সুয়ারেজদের অনুপস্থিতিতে বার্সেলোনার আক্রমণের গুরুদায়িত্ব দেয়া হয় ডেম্বেলে, ফিলিপ কুতিনহো ও আলকাসারকে। ম্যাচের শুরু থেকেই সেল্টা ভিগো দারুণ খেলতে থাকে। তবে প্রথম সুযোগ পায় বার্সেলোনাই। ৮ মিনিটে কুতিনহোর দুর্দান্ত শট গোলবারের বাইরে চলে যায়। ২৫ মিনিটে পাউলিনহোর শট বারে লেগে ফিরে আসলে পরপর দু'বার ব্যর্থ হয় বার্সা।
৩৪ মিনিটে ম্যাক্সি গোমেজের দুর্দান্ত শটকে দারুণ ভঙ্গিমায় রুখে দেন বার্সা গোলকিপার টের স্টেগান। ৩৬ মিনিটে বার্সার হয়ে প্রথম গোল করেন ডেম্বেলে। আলকাসারের দেয়া পাসে দুর্দান্ত শটে বল জালে জড়ান এই ফ্রেঞ্চ ফুটবলার। কিন্তু প্রথমার্ধের শেষ মিনিটে জনি কাস্ত্রো গোল করে সেল্টাকে ১-১ এ সমতায় ফেরান। ফলে সমতায় প্রথমার্ধ শেষ করে দুই দল।
বিরতি থেকে ফিরে গোলের জন্য আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে বার্সা। কিন্তু গোলের দেখা পায় না দলটি। দলের এমন পরিস্থিতিতে ম্যাচের ৬০ মিনিটে কুতিনহোর বদলি হিসেবে মাঠে নামেন মেসি। ম্যাচ যেন প্রাণ ফিরে পায়। ম্যাচের ৬৪ মিনিটে একটি সম্মিলিত আক্রমণ থেকে গোল করে দলকে ২-১ গোলের লিড এনে দেন পাকো আলকাসার। পাউলিনহোর শটে পায়ের হালকা আঘাতে বলটিকে জালে পাঠান এই স্প্যানিশ স্ট্রাইকার।
৭২ মিনিটে ইয়াগো আসপাসকে পেছন থেকে ফেলে দেন বার্সার সার্জিও রবার্তো। সাথে সাথে রেফারি থেকে লাল কার্ড দিলে ১০ জনের দলে পরিণত হয় বার্সা। ফলে সুযোগ কাজে লাগিয়ে ৮২ মিনিটে আবারও সমতায় ফেরে সেল্টা ভিগো।
যদিও টিভি রিপ্লেতে দেখা যায় আসপাসের হাত থেকে গোলটি আসে কিন্তু রেফারি সেটিকে বৈধ ঘোষণা করলে ২-২ গোলে সমতায় থেকেই মাঠ ছাড়ে দুই দল। এই ড্রয়ের ফলে ৩৩ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বার্সেলোনা।