কে হচ্ছেন অস্ট্রেলিয়ার পরবর্তী কোচ?
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোচের পদটা আপাতত খালিই আছে। সেখানে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) নিয়োগ দিতে যাচ্ছে জাস্টিন ল্যাঙ্গারকে- এমন এক উড়ো সংবাদ ভেসে বেড়াচ্ছিল অসি গণমাধ্যমগুলোতে। তবে সিএ নিজেদের এক বিবৃতিতে পরিষ্কার করেছে, এমন কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত তো দূরের কথা, অসি বোর্ড এখনো কোচের খোঁজাই শুরু করেনি।
দারুণ জয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করলেও শেষদিকে এসে সেই সফরটাই হয়ে যায় অসিদের জন্য সবচেয়ে বিভীষিকাময় সফর। কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের দায় নিয়ে স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ক্রিকেট থেকে। ক্যামেরন ব্যানক্রফট পেয়েছেন নয় মাসের নিষেধাজ্ঞা। নির্দোষ প্রমাণিত হলেও শেষ টেস্টের ঠিক আগের দিন পদত্যাগের ঘোষণা আসে কোচ ড্যারেন লেম্যানের পক্ষ থেকে।
অস্ট্রেলীয় গণমাধ্যম ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ জানিয়েছিল কোচ হিসেবে ড্যারেন লেম্যানের শূন্যস্থান পূরণ করতে সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান ল্যাঙ্গারকেই নিয়েছে সিএ। এ নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতিতেই পড়েছিল দেশটির ক্রিকেট বোর্ড।
বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, ‘কাউকেই এই পদে নিয়োগ দেওয়া হয়নি। এমনকি কোনো প্রার্থীও বাছাই করা হয়নি। নতুন কোচ নিয়োগ দেওয়ার ব্যাপারটি আমাদের চিন্তায় আছে। আগামী শুক্রবার বোর্ড সভায় এ ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব।’
অবশ্য নতুন কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ না হওয়ার কোনো কারণ নেই বোর্ডের। শেষ পাঁচ বছর অস্ট্রেলীয় ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে পার্থ স্কোর্চারসের কোচ হিসেবে তিনবারই জিতেছেন শিরোপা। পাশাপাশি ল্যাঙ্গারের অধীনে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ওয়ানডের শিরোপা জিতেছে দুবার। তাই ল্যাঙ্গারকে অস্ট্রেলিয়া দলের কোচ হিসেবে দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।